কুমিল্লায় আওয়ামী লীগ নেতার উপর পাওনাদারদের হামলা

গোলাম কিবরিয়া।।
কুমিল্লার চৌদ্দগ্রামে অফবিট রেস্টুরেন্টে বেলজিয়াম আওয়ামী লীগের কথিত সভাপতি বজলুর রশীদ বুলু’র উপর হামলা চালিয়েছে পাওনাদারা। এসময় হামলাকারীরা বুলুর পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। হামলায় এসময় ৪ জন আহত হয়।

জানা যায়, বেলজিয়াম আওয়ামী লীগের কথিত সভাপতি বজলুর রশীদ বুলু বেলজিয়াম নেয়ার কথা বলে চৌদ্দগ্রাম উপজেলা বিভিন্ন এলাকা থেকে বেশকিছু লোকের কাছ থেকে কোটি টাকার মতো হাতিয়ে নেয়।

কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন জানান, বজলুর রশীদ বুলু বেলজিয়াম নেয়ার কথা বলে শরীফ কাউন্সিলর, নোয়াপাড়ার ইফসুফ, শ্রীপুরের কাজী রাফি, সোনাকাঠিয়া গ্রামের মোখলেছ কাউন্সিলর এর ছেলে হারুনসহ বিভিন্ন লোকজনের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয়। শনিবার দুপুরে বজলুর রশীদ বুলু কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার অফ বিট রেস্টুরেন্টে আছে এমন খবরে পাওনাদাররা হোটেলে আসে।

পাওয়াদারদে দেখে বজলুর রশীদ বুলু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে তারা। এসময় বজলুর রশীদ বুলুর চাচাসহ ৪ জন আহত হয়। পাওনাদাররা বুলুর পরনে থাকা পাঞ্জাবি ছিড়ে ফেল।
অবস্থার বেগতিক দেখে বজলুর রশীদ বুলু দ্রুত হোটেল ত্যাগ করে কুমিল্লার দিকে চলে আসে।

এ বিষয়ে বজলুর রশীদ বুলু জানান, আমি চৌদ্দগ্রাম বাসীর আয়োজনে আমাকে সংবর্ধনা দেয়া অনুষ্ঠানে হামলা চালায় কিছু লোক। আমি ঢাকা যাচ্ছি কাদের ভাইয়ের (আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক আবদুল কাদের) সাথে বিষটি যানানোর জন্য।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page