কুমিল্লায় ঈদের জামায়াতে জাতীয়পার্টি নেতাকে কুপিয়ে আহত; নিরাপত্তাহীনাতায় পরিবার

গোলাম কিবরিয়া।।
কুমিল্লায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে ঈদগাহের মধ্যে কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় পার্টির সদস্য ও সদর দক্ষিন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহŸায়ক শাহিন আলম’কে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ঈদুল আযাহার দিন জেলার সদর দক্ষিন মডেল থানার দক্ষিন গোপালনগর ঈদগাহ মাঠে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শাহিন আলমের স্ত্রী সদর দক্ষিন মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিবরণে জানা যায়, সদর দক্ষিন থানার দক্ষিন গোপালনগর ঈদগাহের জায়গা নিয়ে একই এলাকার শাহ আলম, রুবেল, শহিদ, মাহিন, বাবুল, কামাল হোসেন, খোরশেদ আলমের সাথে মোঃ শাহিন আলমের বিরোধ চলে আসছিলো।

ঈদুল আযহার দিন সকাল পৌনে ৮ টায় শাহিন আলম ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহে যায়। নামাজ শুরু হওয়ার পূর্ব মুহুর্তে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে শাহিন আলমের উপর হামলা চালায়। হামলাকারীরা এসময় শাহিন আলমকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে।

ঈদগাহ মাঠে হামলার ঘটনায় মুসল্লিরা ভয়ে নামাজ ছেড়ে পালিয়ে যেতে থাকে। পরে নামাজে আসা লোকজন আহত শাহিন আলমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শাহিন আলমের স্ত্রী খোসমুদন নাহার বাদী হয়ে সদর দক্ষিন মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় পার্টির সভাপতি এয়ার আহমেদ সেলিম। তিনি হামলাকারীদের দ্রæত আইনের আওতায় আনার দাবী জানান।

এ বিষয়ে সদর দক্ষিন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাসীষ জানান, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে হামলাকারীদের প্রতিনিয়ত হুমকীর মূখে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনাতায় আছেন হামলার শিকার শাহিন আলম। তিনি হামলাকারীদের দ্রæত গ্রেফতার করতে প্রশাসনের নিকট অনুরোধ করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page