কুমিল্লায় কাভার্ডভ্যান চালককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই, উদ্ধার করল পুলিশ

নেকবর হোসেন।।
কুমিল্লার চান্দিনায় এক কাভার্ডভ্যান চালককে ছুরিকাঘাত করে টাকা ও মালামাল ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় জসিম (৩০) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় তাকে আট করা হয়। আটক ছিনতাইকারী জসিম জেলার চান্দিনা উপজেলার হাইকোর্ট গ্রামের আবদুল খলিলের ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক চৌধুরী জানান, মহাসড়কের নিমসার এলাকায় একটি হোটেলের পাশে কাভার্ডভ্যান পার্কিং করে চালক ঘুমাচ্ছিলেন। এ সময় তিন ছিনতাইকারী চালকের হাতে ও পায়ে ছুরি দিয়ে আঘাত করে তার সঙ্গে থাকা সাড়ে ৪ হাজার টাকা ও পরিবারের জন্য ক্রয় করা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে যায়।

ওসি আরও জানান, চালকের চিৎকার শুনে মহাসড়কে টহলরত ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের একটি মোবাইল টিম চান্দিনা পালকি সিনেমা হলের সামনে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে সিএনজিসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছুরি ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার করা হয়।

মহাসড়কে যাতায়াতকারীদের যাত্রা নিরাপদ করতে হাইওয়ে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

You cannot copy content of this page