০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় যমুনা টিভির সাংবাদিককে হত্যার হুমকির ঘটনার প্রতিবাদ সমাবেশ বিএনপির ৩১ দফা ও কুমিল্লা উন্নয়ন ভাবনা লিফলেট বিতরণ করলেন হাজী ইয়াছিন কুমিল্লায় হাজী ইয়াছিনের উদ্যোগে নগরীর সকল মসজিদে দোয়া-মিলাদ চৌদ্দগ্রামে মেসার্স মা ব্রিক্স ফের চালু করতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু ভুমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফয়জুন্নেসা হলে ফাটল, খসে পড়েছে আস্তরণ কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, তিন মাসের কারাদণ্ড

কুমিল্লায় ক্ষতিকর উপাদান মি‌শি‌য়ে আইসবার প্রস্তুত, জরিমানা ও কারখানা বন্ধ ঘোষণা

  • তারিখ : ০৫:৫১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • 26

গোলাম কিবরিয়া, স্টাফ রিপোর্টার, কুমিল্লা।।
কুমিল্লার সদর উপজেলার ধনপুর এলাকায় মানবস্বা‌স্থ্যের জন্য ক্ষতিকর উপাদান মি‌শি‌য়ে খাদ্য প্রস্তুত করায় মেসার্স রু‌বেল আইসবার নামক এক প্রতিষ্ঠান‌‌কে ৪০ হাজার টাকা জ‌রিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় জনস্বা‌র্থে ওই প্রতিষ্ঠান‌ বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার ১৪ সে‌প্টেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কু‌মিল্লার আদর্শ সদর উপ‌জেলার ধনপুর এলাকায় শিশু খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠা‌নে বি‌শেষ অভিযান পরিচালনা করা হয়। বাসা বা‌ড়ির ম‌ধ্যে লোক চক্ষুর অন্তরা‌লে গোপ‌নে কৃ‌ত্রিম রং, স্যাকা‌রিন ও বি‌ভিন্ন ফ্লেবার মি‌শি‌য়ে প্রস্তুত করা হ‌চ্ছিল শিশু খাদ্য আইসবার ও জুসবার। এ সময় সেখান থে‌কে ১৫ কৌটা অনু‌মোদনহীন রং ও ফ্লেবার জব্দ ক‌রে ধ্বংস করা হয় এবং বি‌ভিন্ন নামিদা‌মি কোম্পা‌নির মোড়ক উদ্ধার করা হয়। অবৈধভা‌বে রং ও স্যাকা‌রিন পা‌নি‌তে মি‌শি‌য়ে তৈ‌রি মানবস্বা‌স্থ্যের জন্য মারাত্মক ক্ষ‌তিকর ৩ বস্তা আইসবার, ১৪ ক্যারেট ম্যাঙ্গো ও লিচু জুসবার, প্যাকে‌জিং এর কা‌জে ব্যবহৃত ৪‌টি হ্যান্ড প্যাকে‌জিং মে‌শিন জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌ম জানান, মানবস্বা‌স্থ্যের জন্য ক্ষতিকর উপাদান মি‌শি‌য়ে খাদ্য প্রস্তুত করায় মেসার্স রু‌বেল আইসবার নামক প্রতিষ্ঠান‌টি‌কে ৪০ হাজার টাকা জ‌রিমানা ও প্রতিষ্ঠান‌টি জনস্বা‌র্থে বন্ধ ঘোষণা করা হয়।

এ অভিযা‌নে জেলা স্যানিটা‌রি ইন্স‌পেক্টর ও নিরাপদ খাদ্য প‌রিদর্শক একে আজাদ, স্থানীয় জনপ্রতি‌নি‌ধি এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

error: Content is protected !!

কুমিল্লায় ক্ষতিকর উপাদান মি‌শি‌য়ে আইসবার প্রস্তুত, জরিমানা ও কারখানা বন্ধ ঘোষণা

তারিখ : ০৫:৫১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

গোলাম কিবরিয়া, স্টাফ রিপোর্টার, কুমিল্লা।।
কুমিল্লার সদর উপজেলার ধনপুর এলাকায় মানবস্বা‌স্থ্যের জন্য ক্ষতিকর উপাদান মি‌শি‌য়ে খাদ্য প্রস্তুত করায় মেসার্স রু‌বেল আইসবার নামক এক প্রতিষ্ঠান‌‌কে ৪০ হাজার টাকা জ‌রিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় জনস্বা‌র্থে ওই প্রতিষ্ঠান‌ বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার ১৪ সে‌প্টেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কু‌মিল্লার আদর্শ সদর উপ‌জেলার ধনপুর এলাকায় শিশু খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠা‌নে বি‌শেষ অভিযান পরিচালনা করা হয়। বাসা বা‌ড়ির ম‌ধ্যে লোক চক্ষুর অন্তরা‌লে গোপ‌নে কৃ‌ত্রিম রং, স্যাকা‌রিন ও বি‌ভিন্ন ফ্লেবার মি‌শি‌য়ে প্রস্তুত করা হ‌চ্ছিল শিশু খাদ্য আইসবার ও জুসবার। এ সময় সেখান থে‌কে ১৫ কৌটা অনু‌মোদনহীন রং ও ফ্লেবার জব্দ ক‌রে ধ্বংস করা হয় এবং বি‌ভিন্ন নামিদা‌মি কোম্পা‌নির মোড়ক উদ্ধার করা হয়। অবৈধভা‌বে রং ও স্যাকা‌রিন পা‌নি‌তে মি‌শি‌য়ে তৈ‌রি মানবস্বা‌স্থ্যের জন্য মারাত্মক ক্ষ‌তিকর ৩ বস্তা আইসবার, ১৪ ক্যারেট ম্যাঙ্গো ও লিচু জুসবার, প্যাকে‌জিং এর কা‌জে ব্যবহৃত ৪‌টি হ্যান্ড প্যাকে‌জিং মে‌শিন জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌ম জানান, মানবস্বা‌স্থ্যের জন্য ক্ষতিকর উপাদান মি‌শি‌য়ে খাদ্য প্রস্তুত করায় মেসার্স রু‌বেল আইসবার নামক প্রতিষ্ঠান‌টি‌কে ৪০ হাজার টাকা জ‌রিমানা ও প্রতিষ্ঠান‌টি জনস্বা‌র্থে বন্ধ ঘোষণা করা হয়।

এ অভিযা‌নে জেলা স্যানিটা‌রি ইন্স‌পেক্টর ও নিরাপদ খাদ্য প‌রিদর্শক একে আজাদ, স্থানীয় জনপ্রতি‌নি‌ধি এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।