
মোঃ জহিরুল হক বাবু।।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা এবং কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক এমপি মাহবুবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে দক্ষিন জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নগরীর ধর্মসাগর পাড় দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
পরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা মহানগরের সকল ওয়ার্ডে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নুরুল হক ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরন করা হয়।
সভাপতিত্ব করেন নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য কাউসার জামান বাপ্পি।











