
নিউজ ডেস্ক।।
কুমিল্লায় জাতীয় অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতালে বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক কুমিল্লা সদর আসনে সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার।
প্রতিষ্ঠানের সভাপতি আ হ ম এডভোকেট তাইফুর রহমানের সভাপতিত্বে অধিবেশনে আরো বক্তব্য রাখেন
সহ সভাপতি মোঃ হাসান খসরু, প্রকৌশলী মোঃ সাহাবউদ্দিন, আবুল হাসনাত বাবুল, সাধারণ সম্পাদক ডাঃ এ কে এম আবদুস সেলিম, সহ সাধারণ সম্পাদক এড. ফাহমিদা জেবিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুরুর রহমান, কোষাধ্যক্ষ সাংবাদিক অশোক বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক এনামুল হক এনাম, নির্বাহী সদস্য মির্জা মোঃ কোরেশী, শাহাজাহান সিরাজ, আব্দুল হালিম, জহিরুল ইসলাম মোহন, এ কে এম মিজানুর রহমান সহ আরো অনেকে।
বাজেট অধিবেশন শুরুতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্য এবং জাতীয় অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতালের সংশ্লিষ্ট নিহত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।