১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুর রহমান কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত স্বপ্নের বুড়িচংয়ের নেতৃত্বে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস কুবি আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এমসিজে ও সিএসই বিভাগ কুমিল্লায় চালু হলো দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো, সরবরাহ ৪ জেলায় মুরাদনগরে পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪ কুবি ভর্তি পরীক্ষায় আবেদন ছাড়িয়েছে ৮০ হাজার, সময় শেষ ৩১ ডিসেম্বর সৌদি আরব পূর্বাঞ্চলের কেন্দ্রীয় যুবদল নেতা ইয়াকুব চৌধুরীকে চৌদ্দগ্রামে সংবর্ধনা

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ভাঙলো তিন পরিবারের স্বপ্ন

  • তারিখ : ০৯:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • 43

নেকবর হোসেন।।
ছোটবেলা থেকেই একসঙ্গে বেড়ে ওঠা লিমা, তাসফিয়া ও মীমের। পড়াশোনা থেকে খেলাধুলা সবই একসঙ্গে করতো তিন বান্ধবী। আজ স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে একসঙ্গেই পরপারে পাড়ি জমালো কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এই তিন শিশু। এতে ভেঙে গেলো তিনটি পরিবারের স্বপ্ন। বুধবার (৯ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বিজয়পুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর গ্রামের মো. মাসুম মিয়ার মেয়ে মীম, একই এলাকার রিপন মিয়ার মেয়ে রিমা আক্তার এবং রোজিনা আক্তারের মেয়ে তাসফিয়া আক্তার।
এদিকে, একসঙ্গে তিন শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামজুড়ে চলছে শোকের মাতম।

প্রত্যক্ষদর্শী আবুল কালাম বলেন, বিজয়পুর রেলক্রসিং দিয়ে দুপুর পৌনে ১২টার দিকে তিন বান্ধবী একসঙ্গে স্কুলে যাচ্ছিল। এসময় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মীম ও রিমার মৃত্যু হয়। তাসফিয়া ঘটনাস্থল থেকে কিছু দূরে ছিটকে পড়ে সেও মারা যায়। পরে উত্তেজিত জনতা রেললাইন ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।

তাসফিয়া আক্তারের মা রোজিনা আক্তার বলেন, মীম, রিমা এবং তাসফিয়া ছোট থেকেই একসঙ্গে খেলাধুলা ও পড়ালেখা করতো। আজ শেষ বিদায় নিয়েছে একসঙ্গে। একমাত্র মেয়েকে হারিয়ে বিলাপ করে তিনি বলেন, আমার স্বপ্ন ধুলায় মিশে গেছে।

এদিকে, তিন শিশুর মৃত্যুর খবরে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থল ও নিহতদের বাড়ি পরিদর্শন শেষে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রাথমিকভাবে তিন পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। দুর্ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।

error: Content is protected !!

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ভাঙলো তিন পরিবারের স্বপ্ন

তারিখ : ০৯:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২

নেকবর হোসেন।।
ছোটবেলা থেকেই একসঙ্গে বেড়ে ওঠা লিমা, তাসফিয়া ও মীমের। পড়াশোনা থেকে খেলাধুলা সবই একসঙ্গে করতো তিন বান্ধবী। আজ স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে একসঙ্গেই পরপারে পাড়ি জমালো কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এই তিন শিশু। এতে ভেঙে গেলো তিনটি পরিবারের স্বপ্ন। বুধবার (৯ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বিজয়পুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর গ্রামের মো. মাসুম মিয়ার মেয়ে মীম, একই এলাকার রিপন মিয়ার মেয়ে রিমা আক্তার এবং রোজিনা আক্তারের মেয়ে তাসফিয়া আক্তার।
এদিকে, একসঙ্গে তিন শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামজুড়ে চলছে শোকের মাতম।

প্রত্যক্ষদর্শী আবুল কালাম বলেন, বিজয়পুর রেলক্রসিং দিয়ে দুপুর পৌনে ১২টার দিকে তিন বান্ধবী একসঙ্গে স্কুলে যাচ্ছিল। এসময় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মীম ও রিমার মৃত্যু হয়। তাসফিয়া ঘটনাস্থল থেকে কিছু দূরে ছিটকে পড়ে সেও মারা যায়। পরে উত্তেজিত জনতা রেললাইন ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।

তাসফিয়া আক্তারের মা রোজিনা আক্তার বলেন, মীম, রিমা এবং তাসফিয়া ছোট থেকেই একসঙ্গে খেলাধুলা ও পড়ালেখা করতো। আজ শেষ বিদায় নিয়েছে একসঙ্গে। একমাত্র মেয়েকে হারিয়ে বিলাপ করে তিনি বলেন, আমার স্বপ্ন ধুলায় মিশে গেছে।

এদিকে, তিন শিশুর মৃত্যুর খবরে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থল ও নিহতদের বাড়ি পরিদর্শন শেষে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রাথমিকভাবে তিন পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। দুর্ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।