কুমিল্লায় দৈনিক সময়ের আলোর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাহাঙ্গীর আলম ইমরুল।।
করোনায় আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করা সাংবাদিক, দৈনিক সময়ের আলো পত্রিকার চীফ রিপোর্টার ও সিটি এডিটর প্রয়াত হুমায়ুন কবীর খোকনকে স্মরণ করার মধ্যদিয়ে কুমিল্লায় পালিত হয়েছে জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে ছিলো কেক কাটা, ফুলেল শুভেচ্ছ বিনিময় এবং আপ্যায়ন।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর নজরুল ইন্সটিটিউট কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পায়রা বন্দরের পরিচালক (উপ-সচীব) ড. আতিকুল ইসলাম, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ট্রেজারার, বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, প্রতœতত্ত¡ অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমান, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল।

দৈনিক সময়ের আলোর কুমিল্লা বু্যুরো প্রধান জাহাঙ্গীর আলম ইমরুল এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিশেষ আদালতের সাবেক পাব্লিক প্রসিকিউটর এডভোকেট নিশাত সালাহ উদ্দিন, কুমিল্লা প্রেসক্লবের সাবেক সভাপতি ও তিন নদী পরিষদের আহবায়ক আবুল হাসানাত বাবুল, ধনুয়াখোলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামীম হায়দার, ভিক্টোরিয়া সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সিপন মিয়া, রোটারী ক্লাবের সাবেক জাতীয় গভর্নর ও বিশিষ্ট নারী নেত্রী দিলনাঁশী মোহসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান চৌধূরী, কুমিল্লা সাংস্কৃতিক জোট ও অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট শহীদুল হক স্বপন, এটিএন বাংলা, এটিএন নিউজ ও ইউএনবির জেলা প্রতিনিধি এবং টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক খায়রুল আহসান মানিক, ডেইলি নিউ এজ এর প্রতিনিধি, বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সম্পাদক, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য মাহবুবুল আলম চপল, সাবেক ছাত্রনেতা পাপন পাল, গণজাগরণ মঞ্চ কুমিল্লার মুখপাত্র ও কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আনাম রায়হান, বাংলাদেশ মোবাইল সার্ভিসিং এসোসিয়েশন কুমিল্লার সভাপতি তৌহিদুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে লালমাই কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান, অধ্যাপক রতন ভৌমিক প্রণয়, ইতালীর সিসিলি প্রদেশ আওয়ামীলীগ সভাপতি জাহিদ খান মিহির, নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমীন, জিটিভি প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, সময়ে টিভি প্রতিনিধি বাহার রায়হান, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, ডেইলি স্টার প্রতিনিধি খালিদ বিন নজরুল, প্লাবনভূমিতে মৎস্য চাষে বিশিষ্ট উদ্যোক্তা মোঃ আলী আহমেদ মিয়াজি, নতুন সময় টিভি প্রতিনিধি মোঃ আহসান হাবিব, নিউজ বাংলা প্রতিনিধি মাহফুজ নান্টু, দৈনিক সময়ের আলোর কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এ.বি.এস. ফরহাদ হোসাইন, ঔষধ সরবরাহ প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ রাশেদ মিয়া, বাংলাদেশ মোবাইল সার্ভিসিং এসোসিয়েশন কুমিল্লার সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের তুহিন, সাধারণ সম্পাদক মো: নাছিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শামীম চৌধুরী সিনিয়র সহ-সাংঠনিক সম্পাদক পিকু সাহা, অর্থ সম্পাদক মোঃ আবু নাসের (নাছির), ধর্ম বিষয় সম্পাদক ইমাম উদ্দিন নুরি, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোঃ মতিউর রহমান রোমান, নির্বাহী সদস্য (সদর দক্ষিণ) মামুন হোসেন চৌধুরী, এবং সংগঠনের সদস্য রায়হান চৌধরী ও মোঃ সুমনসহ সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সবশেষে প্রধান অতিথি সময়ের আলোর পক্ষে প্রধান অতিথির দেয়া ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর পর প্রধান অতিথি এবং সময়ের আলো ব্যুরো প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ মোবাইল সার্ভিসিং এসোসিয়েশন কুমিল্লার নেতৃবৃন্দ এবং পরে ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ প্রত্যাশা করেন দৈনিক সময়ের আলো গণমানুষের কথা বলার মধ্য দিয়ে প্রতিযোগিতার বাজারে টিকে থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page