স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির উদ্যোগে কুমিল্লা টাউন হল মাঠে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সাঃ)এর জুলুছ মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ অক্টোবর) মাগরিব নামাযের পরে বিশাল এক জশনে জুলুশ টাউন হল মাঠ থেকে বের হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে এসে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
এসময় প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী, কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন।
কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির জুলুছ সম্পাদক খাদেম মোঃ ফিরোজ, কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) কমিটির অর্থ বিষয়ক সম্পাদক শাহ মোঃ আলমগীর খান আল মাইজভান্ডারি, প্রচার সম্পাদক মোহাম্মদ মানিক মিয়া খন্দকার আল-মাইজভান্ডারী, দপ্তর সম্পাদক আলহাজ শাহ মোহাম্মদ ইউনুছ গাফপারী বখশী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাছুম বিল্লাহ মিয়াজী, মাওলানা আমিনুল ইসলাম আকবরি, সহ-জুলুছ সম্পাদক শাহ মোহাম্মদ ইত্তেহাদুর রশিদ বীপু বখশী প্রমুখ।