
মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামে পুকুরের পানিতে পরে মোঃ বায়েজিদ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোবববার (২৯ নভেম্বর) বেলা ১২ টায় খেলার ছলে বাড়ীর অদূরে একটি পুকুরে পরে যায় শিশু বায়েজিদ।
জানা যায়, বাকশীমূল ইউনিয়নের বাকশীমূল পূর্বপাড়া এলাকার মো শরিফুল ইসলামের ছেলে বায়েজিদ বাড়ীর উঠানে খেলা করছিলো। খেলার ছলে শিশু বায়েজিদ সবার অজান্তে বাড়ীর পাশে পুকুরে পড়ে যায়। অনেক্ষন শিশুটিকে কোথাও না পেয়ে পরিবারের লোজন খোজাখুজি শুরু করে। আধঘন্টা পর শিশুটিকে বাড়ীর পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে প্রতিবেশিরা। এসময় শিশুটিকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।
শিশুটির মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছাড়া নেমে আসে। মা-বাবার চিৎকার আর বুকফাঁটা আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে।