
নেকবর হোসেন।।
কুমিল্লার বরুড়ায় মোঃ জাহিদ হোসেন (১৯) নামে এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যা করেছে।
জাহিদ বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের জুগিমেহের গ্রামের অলিমিয়ার ছেলে।সে পূর্বে বিয়ে করেছিল। পুলিশ সূত্রে জানা যায়, ছেলেটি নেশাগ্রস্থ ছিলে। তবে কেন আত্মহ’ত্যা করেছে এ ব্যাপারে কিছু জানা যায়নি।
এ বিষয়ে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, আমি খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। সুরতহাল তৈরি করেছি। মরদেহ কুমেকে পাঠানো হবে। ময়নাতদন্তের পর সবকিছু জানা যাবে।