কুমিল্লায় ব্যবসায়ীকে আপহরনের ঘটনায় ৩ অপহরকারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় এক ব্যবসায়িকে আপহরনের ঘটনায় মুক্তিপণের টাকাসহ অপহরণকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব। একই সময় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায় ৭ নভেম্বর সিলেট জেলার গোয়াইনঘাট থানার বগাইয়া গ্রামের ডাঃ আবুল কাশেম এর ছেলে মোঃ ইসমাইল আলী ব্যবসার উদ্দেশ্যে কুমিল্লায় আসে। অপহরণকারী চক্রের একটি দল কুমিল্লার বুড়িচং থানার কংশনগর এলাকা থেকে তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারী চক্রটি তাঁর ভাইকে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।

অপহরণকারীদের চাহিদা মতো তাঁর পরিবার বিভিন্ন সময়ে বিকাশ ও নগদে ২৫ হাজার টাকা প্রদান করে। বিষয়টি র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা’কে অবহিত করলে সোমবার বিকালে জেলার ব্রাহ্মণপাড়া থানার জিরুইন বটতলা বাজার এলাকা থেকে ৩ অপহরনকারীকে আটক করে।

আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিনাহটি গ্রামের হৃদয়, জেলার চান্দিনা থানার শ্রীরল্লা গ্রামের মোঃ সুজন এবং ব্রাহ্মণপাড়া থানার টাকই রহমতপুর গ্রামের নূর মোহাম্মদ শরিফ। এসময় অপহৃত ব্যবসায়ীকে তাদের হেফাজত থেকে উদ্ধার করে র‌্যাব।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page