কুমিল্লায় ব্যবসায়ীর বাড়ী থেকে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

নেকবর হোসেন।।
কুমিল্লায় ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১৩ মে) জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় এক দোকানির বাড়ি থেকে ৫ লিটারের বোতলজাত এ তেল জব্দ করা হয়।

৫ লিটারের প্রতি বোতল ৭৬০ টাকা দরে কেনা এসব বোতল তিনি বর্তমান মূল্য ৯৮৫ টাকায় বিক্রির জন্য মজুদ করেছিলেন। পরে দোকানের মালিক মেসার্স কামরুল হাসান স্টোর্স এর স্বত্বাধিকারী কামরুল হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৫লিটারের বোতলগুলো স্থানীয়দের কাছে আগের মূল্যে বিক্রি করে দেওয়া হয়। এ ছাড়া তেলের বোতলের গায়ের দাম মুছে বিক্রির অভিযোগে একই এলাকার ভাই বন্ধু স্টোর্সকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, অসাধু ব্যবসায়ীরা পূর্বের কম মূল্যে কেনা সয়াবিন তেল মজুদ করেছে এখন বেশি মূল্যে বিক্রি করার জন্য। আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন হাজার লিটার তেলের ৫ লিটারের বোতলগুলো স্থানীয়দের কাছে বিক্রি করে দিয়েছি। এ অভিযান অব্যাহত থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page