কুমিল্লায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

নেকবর হোসেন।।
কুমিল্লার দেবিদ্বারে ভিমরুলের কামড়ে তানভির হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

তানভির এলাহাবাদ গ্রামের বাসিন্দা দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের দফতরি রুবেল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তানভির একমাস আগে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে যায়। সোমবার নানাবাড়ির আঙিনার একটি গাছের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় একঝাঁক ভিমরুল তাকে কামড়ায়। স্থানীয়রা তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তানভিরের চাচা হিমেল জানান, নানার বাড়ির আঙিনায় একটি গাছের নিচে দাঁড়ানো ছিল তানভির। অন্য ছেলেরা খেলাধুলা করছিল। ওই সময় কেউ ভিমরুলের বাসায় ঢিল ছুড়লে একঝাঁক ভিমরুল উড়ে এসে তানভিরকে কামড়ায়। অন্যরা দৌড়ে চলে গেলেও সে বয়সে ছোট হওয়ায় সরে যেতে পারেনি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page