কুমিল্লায় মহাসড়কে থ্রি হুইলার বন্ধে হাইওয়ে পুলিশের অভিযান

মারুফ আহমেদ।।
কুমিল্লায় মহাসড়কে থ্রি হুইলার বন্ধে চলছে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবার জেলার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ৪৩ কিলোমিটার এলাকায় গত কয়েকদিন যাবত চলছে এ অভিযান।

মহাসড়কের নিমসার, কংশনগর, আলেখারচর, পদুয়ার বাজার, সুয়াগাজীসহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক ইজিবাইক, নসিমন, ভটভটি, সিএনজি আটক করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। আটককৃত এসব থ্রি হুইলারের বিরুদ্ধে ডাম্পিং ও প্রসিকিউশন দাখিল করে অন্তত দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানতে চাইলে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানান, ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি, ইজিবাইক, নসিমন, ভটভটিসহ সকল থ্রি হুইলার বন্ধে আমরা কাজ করছি।

তারপরও মহাসড়কের পাশের কিছু কিছু শাখা রোড দিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে যেসব যানবাহন মহাসড়কে উঠে যায়, সেগুলো আটক করা হচ্ছে। দুর্ঘটনা প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

You cannot copy content of this page