
মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার কোতয়ালী থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল সোমবার রাতে জেলার কোতয়ালী মডেল থানাধীন গোমতী বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ২০ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন নামে এক মাদক কারবারীকে আটক করে। সে জেলার কোতয়ালী থানার দূর্গাপুর গ্রামের মোঃ সেলিম মিয়ার এর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। আটককৃতের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।











