মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার কোতয়ালি থানাধীন ময়নামতি বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটরসাইকেলে করে মাদক পরিবহনের সময় ১৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল বুধবার রাতে জেলার কোতয়ালি থানার ময়নামতি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মোটরসাইকেলে করে মাদক পরিবহনের সময় ১৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে আটক করে।
আটককৃত মাদক কারবারী হলোঃ জেলার বুড়িচং থানার পূর্বহারা গ্রামের চারু মিয়ার ছেলে আল আমিন (১৯)।
মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে র্যবা। মাদক উদ্ধারের ঘটনায় আটককৃতের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।