গোলাম কিবরিয়া।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা এর রোবটিক্স ও প্রোগ্রামিং ক্লাবের উন্নয়নের লক্ষ্যে এবং কুমিল্লা জেলা মহিলা ক্রীড়া সংস্থা কর্তৃক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের জন্য চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাহাদাত হোসেন জেলা পরিষদ নির্বাচন কমিশন মঞ্জুরুল ইসলাম।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, বর্তমানে ছেলে-মেয়েদেরকে খেলাধুলা এবং তথ্য প্রযুক্তির দিক থেকে আরও এগিয়ে যেতে হবে এবং তাদের এগিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় সোচ্চার।