নিউজ ডেস্ক।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুন্নতে খৎনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (এমটিইপিআই) বিল্লাল হোসেনের ছেলের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (গৌরীপুর) হলরুমের মাঠ প্রাঙ্গণে শামিয়ানা টাঙিয়ে এ আয়োজন করা হয়। প্রায় ৪০০-৫০০ অতিথি এ অনুষ্ঠানে অংশ নেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে সুন্নতে খৎনা অনুষ্ঠানের আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বড় পরিসরে জনসমাগম নিষিদ্ধ করেছে সরকার। এ অবস্থায় হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এ ধরনের অনুষ্ঠান অগ্রহণযোগ্য।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হাবিবুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি মেনেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। হাসপাতালের মতো একটি জায়গায় অনুষ্ঠান করাটা খুবই দুঃখজনক। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলবো।’
আরো দেখুন:You cannot copy content of this page