০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা নগরীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কুমিল্লায় মহাসড়কে কেটা ফেলা জায়গায় রোপণ করা হল ৬৪ বকুল গাছ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এক বন্ধু নিহত, পা হারালেন অপর বন্ধু কুমিল্লা বিএনপির মশালমিছিল ভারতের রিপাবলিক বাংলা টিভিতে আওয়ামী লীগের বলে প্রচার আগামী ৪ ডিসেম্বর কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কুমিল্লায় ডিবি পরিচয়ে গরুবোঝাই ট্রাকে ডাকাতি, হাত-পা বেঁধে ১৫ গরু লুট শেখ হাসিনার ফাঁসির মিষ্টি বিতরণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিবকে গুলি করে হত্যা কুমিল্লায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা বিল্লাল গ্রেপ্তার

কুমিল্লা কারাগার থেকে ২০ বছর সাজা শেষে ৩ আসামির মুক্তি

  • তারিখ : ০৯:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • 119

জহিরুল হক বাবু।।
টানা ২০ বছর কারাভোগ করার পর কুমিল্লা কারাগার থেকে ৩ আসামীকে মুক্তি দেয়া হয়েছে। ঐ তিনজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ছিল।

সোমবার (৩০ জুন) কুমিল্লা কারাগার থেকে তাদেরকে আনুষ্ঠানিক ভাবে মুক্তি দেয়া হয়।

কারাগার সূত্র জানায়, কারাবিধি ১ম খণ্ডের ৫৬৯ ধারা অনুযায়ী যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কোনো আসামি যদি টানা ২০ বছর কারাভোগ করে, এবং তার বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ না থাকে, আচরণ সন্তোষজনক হয়, মামলার প্রকৃতিও সহনীয় হয়—তাহলে সরকারের বিশেষ বিবেচনায় তাকে মুক্তি দেওয়ার সুযোগ রয়েছে।

এই বিধান অনুসরণ করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৩ জন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন একজন পুরুষ কয়েদি (নং-৯৩৮০/এ) জহিরুল ইসলাম এবং দুইজন নারী কয়েদি (নং-৮১৬২/এ) আয়েশা আক্তার ও (নং-৬৫২৪/এ) নারগিস আক্তার।

কারা সূত্র আরও জানায়, ২০ বছর সাজা পূর্ণ হলে সংশ্লিষ্ট বন্দির তথ্য তিন মাস আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয় যে চূড়ান্ত তালিকা প্রস্তুত করে, তার ভিত্তিতে এই তিন বন্দির মুক্তির আদেশ কার্যকর করা হয়।

এদিকে কারাগারকে শুধুমাত্র একটি শাস্তির জায়গা না রেখে সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে বন্দিদের জন্য গৃহীত কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম ইতিবাচক ফল আনছে।

মুক্তিপ্রাপ্ত নারী কয়েদি নারগিস আক্তার কারাগারে অবস্থানকালে নকশীকাঁথা সেলাই ও সুই-সুতা দিয়ে ফুল তৈরির কাজ করে কারা কর্তৃপক্ষের মাধ্যমে ৭৩ হাজার টাকা সঞ্চয় করেন। অপর নারী কয়েদি আয়েশা আক্তার সঞ্চয় করেন ৯৮ হাজার টাকা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ ও সঞ্চিত অর্থ তাদের সমাজে পুনর্বাসন ও নতুন জীবনের সূচনা করতে সহায়ক হবে।

error: Content is protected !!

কুমিল্লা কারাগার থেকে ২০ বছর সাজা শেষে ৩ আসামির মুক্তি

তারিখ : ০৯:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

জহিরুল হক বাবু।।
টানা ২০ বছর কারাভোগ করার পর কুমিল্লা কারাগার থেকে ৩ আসামীকে মুক্তি দেয়া হয়েছে। ঐ তিনজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ছিল।

সোমবার (৩০ জুন) কুমিল্লা কারাগার থেকে তাদেরকে আনুষ্ঠানিক ভাবে মুক্তি দেয়া হয়।

কারাগার সূত্র জানায়, কারাবিধি ১ম খণ্ডের ৫৬৯ ধারা অনুযায়ী যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কোনো আসামি যদি টানা ২০ বছর কারাভোগ করে, এবং তার বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ না থাকে, আচরণ সন্তোষজনক হয়, মামলার প্রকৃতিও সহনীয় হয়—তাহলে সরকারের বিশেষ বিবেচনায় তাকে মুক্তি দেওয়ার সুযোগ রয়েছে।

এই বিধান অনুসরণ করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৩ জন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন একজন পুরুষ কয়েদি (নং-৯৩৮০/এ) জহিরুল ইসলাম এবং দুইজন নারী কয়েদি (নং-৮১৬২/এ) আয়েশা আক্তার ও (নং-৬৫২৪/এ) নারগিস আক্তার।

কারা সূত্র আরও জানায়, ২০ বছর সাজা পূর্ণ হলে সংশ্লিষ্ট বন্দির তথ্য তিন মাস আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয় যে চূড়ান্ত তালিকা প্রস্তুত করে, তার ভিত্তিতে এই তিন বন্দির মুক্তির আদেশ কার্যকর করা হয়।

এদিকে কারাগারকে শুধুমাত্র একটি শাস্তির জায়গা না রেখে সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে বন্দিদের জন্য গৃহীত কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম ইতিবাচক ফল আনছে।

মুক্তিপ্রাপ্ত নারী কয়েদি নারগিস আক্তার কারাগারে অবস্থানকালে নকশীকাঁথা সেলাই ও সুই-সুতা দিয়ে ফুল তৈরির কাজ করে কারা কর্তৃপক্ষের মাধ্যমে ৭৩ হাজার টাকা সঞ্চয় করেন। অপর নারী কয়েদি আয়েশা আক্তার সঞ্চয় করেন ৯৮ হাজার টাকা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ ও সঞ্চিত অর্থ তাদের সমাজে পুনর্বাসন ও নতুন জীবনের সূচনা করতে সহায়ক হবে।