জহিরুল হক বাবু।।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১ আগস্ট) ভোররাতে ফেনী জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা ডিবি পুলিশ ও স্থানীয় ফেনী থানা পুলিশের সহায়তায় বিশেষ অভিযানে রাফিকে আটক করা হয়। জানা যায়, তিনি গোপনে কলকাতা থেকে ফিরে কুমিল্লায় আসেন এবং ফেনীতে অবস্থান করছিলেন।
রাফির বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ বলেন, “গ্রেপ্তারকৃত রাফিকে আদালতে প্রেরণ করা হয়েছে।”