নেকবর হোসেন।।
কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের ২৬নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন ও কর্মী সভা শুক্রবার বিকালে ধনেশ্বর হাই স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্য এবং ২৬নং ওয়ার্ড যুবলীগের কমিটির পূর্ণাঙ্গ কমিটির সম্মেলন সহ বিভিন্ন রাজনৈতিক বিষয়ে যুবলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ।
উক্ত কর্মী সভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবীবুর আল-আমিন সাদী, কুমিল্লা মহানগর জাতীয় শ্রমিকলীগের যুগ্ন-আহ্বায়ক মোঃ আবুল খায়ের সরকার।
কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য এ কে এম হাসান ইমাম, বাবু সঞ্জয় রায়, বোরহান মাহমুদ কামরুল, কাউছার খন্দকার, জালাল উদ্দীন ভূঁইয়া, দুলাল হোসেন অপু।
এসময় আরো ও উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মোবারক হোসেন ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এটিএম জহিরুল ইসলাম, ২৬নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মজুমদার ভুলু সহ ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।