কুমিল্লা বার্ডে গ্রামীণ ও কৃষি ক্ষেত্রের উন্নয়নে চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা শীর্ষক কর্মশালা

কুমিল্লা নিউজ ডেস্ক।।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের গ্রামীণ ও কৃষি ক্ষেত্রের উন্নয়নে চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্ডের মহাপরিচালক মোঃ হারুন-অর-রশিদ মোল্লা, অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিম, পরিচালক ড. মোহাম্মদ কামরুল হাসান, পরিচালক আবদুল্লাহ আল মামুন, কর্মশালা পরিচালক নাছিমা আক্তার এবং সহযোগী কর্মশালা পরিচালক কাজী সোনিয়া রহমান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ডঃ সৈয়দ ফারহাত আনোয়ার।

তিনি তার প্রবন্ধে চতুর্থ শিল্প বিপ্লবের প্রকৃতি আলোচনা করেন এবং বার্ডের প্রধান কার্যক্রমগুলোতে কিভাবে শিল্প অন্তর্ভুক্ত করা যায় তা আলোচনা করেন।

মূল প্রবন্ধের উপর আলোচনা করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক গোলাম মোহাম্মদ ভুইয়া।

তিনি তার আলোচনায় কৃষি খাতে শিল্প এর প্রভাব নিয়ে আলোকপাত করেন।

কর্মশালায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লা জেলা মৎস অফিস ও বার্ডের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

You cannot copy content of this page