কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

ফয়সাল মিয়া, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৫ এর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, নির্বাচন কমিশনার প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাসান খান ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মাহমুদুল হাছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

তফসিল সূত্রে জানা যায়, ২৬ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ২৭ জানুয়ারি বিকাল ৩ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি ও জমা। মনোনয়ন প্রত্যাহার ২৮ জানুয়ারি সকাল সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এছাড়াও এদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ভোট গ্রহণ চলবে ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ভোট গণনা শেষে একইদিনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ এর মধ্য দিয়ে দশম কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page