০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাশাপাশি দাফন করা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেয়ে ও তার মাকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফকির বাজার আনন্দ আইডিয়া ইসলামিক স্কুলে মিলাদ ও পুরস্কার বিতরণ কুমিল্লার দেবিদ্বারে মাদক কেলেঙ্কারিতে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার মা হত্যায় ক্লাস স্থগিত ঘোষণা কুমিল্লায় মা-মেয়ে খুন, সিসিটিভি ফুটেজে রহস্যজনক ব্যক্তির প্রবেশ-প্রস্থান ব্রাহ্মণপাড়ায় বিশুদ্ধ পানির নামে অস্বাস্থ্যকর পানি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের হত্যাকাণ্ড: র‌্যাবের হাতে একজন আটক কুবি শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লা একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের লাশ উদ্ধার দাউদকান্দি উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য পদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফিল্ম সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • তারিখ : ১১:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • 26

বি এম ফয়সাল।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলচ্চিত্রপ্রেমী শিক্ষার্থীদের উদ্যোগে নতুন সাংস্কৃতিক সংগঠন “কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

চলচ্চিত্র নিয়ে সচেতনতা সৃষ্টি, জীবনঘনিষ্ঠ গল্প বলার মাধ্যমে দর্শকদের প্রভাবিত করা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশই সংগঠনটির মূল লক্ষ্য।

মঙ্গলবার (২৭ মে) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান রাহাত এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক নাহিদা বেগম। তিনি বলেন, “আমরা জানি, সবকিছুর পরিপূর্ণ ধারণার জন্য সিনেমার কোনো বিকল্প নেই। এজন্য তিনটি বিষয়কে সামনে রেখে আমরা সংগঠনটি প্রতিষ্ঠা করেছি—সিনেমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানুষের জীবনকে পরিবর্তন করে দেওয়া এবং সিনেমা নির্মাণ।”

অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “জীবনকে উপভোগ করার জন্য নানা পথ রয়েছে, ফিল্ম তার মধ্যে অন্যতম। ফিল্ম আমাদের মনের কথা বলে, আমাদের সুখ-দুঃখের চিত্রগুলো ফুটিয়ে তোলে।”

সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. তাজুল ইসলাম ও মান্দিরা দাস। পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন ফারদিন কাদের এবং সহকারী পরিচালক মুনিয়া আফরোজ। সম্পাদক হিসেবে আছেন সাইফুল ইসলাম সাইফ এবং সাধারণ সম্পাদক নাইমুর রহমান।

এছাড়া, কোষাধ্যক্ষ অপনান্দ সরকার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শাহেদ, প্রচার সম্পাদক তানজিলা মোবাহেরা মৃদুলা। সহযোগী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন লিমন খান, সাদিয়া আফরিন লাকি ও বিথী আক্তার কাজল।

অনুষ্ঠানে সংগঠনের পরিচালক ফারদিন কাদের বলেন, “আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হতে যাচ্ছে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির পথচলা শুরু করতে পেরেছি। আমার টিম অনেক পরিশ্রম করেছে। অল্প সময়েই আমরা সংগঠনটিকে দাঁড় করাতে পেরেছি। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের উপদেষ্টা মণ্ডলীদের, যারা শুরু থেকেই আমাদের পাশে থেকেছেন।”

error: Content is protected !!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফিল্ম সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

তারিখ : ১১:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

বি এম ফয়সাল।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলচ্চিত্রপ্রেমী শিক্ষার্থীদের উদ্যোগে নতুন সাংস্কৃতিক সংগঠন “কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

চলচ্চিত্র নিয়ে সচেতনতা সৃষ্টি, জীবনঘনিষ্ঠ গল্প বলার মাধ্যমে দর্শকদের প্রভাবিত করা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশই সংগঠনটির মূল লক্ষ্য।

মঙ্গলবার (২৭ মে) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান রাহাত এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক নাহিদা বেগম। তিনি বলেন, “আমরা জানি, সবকিছুর পরিপূর্ণ ধারণার জন্য সিনেমার কোনো বিকল্প নেই। এজন্য তিনটি বিষয়কে সামনে রেখে আমরা সংগঠনটি প্রতিষ্ঠা করেছি—সিনেমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানুষের জীবনকে পরিবর্তন করে দেওয়া এবং সিনেমা নির্মাণ।”

অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “জীবনকে উপভোগ করার জন্য নানা পথ রয়েছে, ফিল্ম তার মধ্যে অন্যতম। ফিল্ম আমাদের মনের কথা বলে, আমাদের সুখ-দুঃখের চিত্রগুলো ফুটিয়ে তোলে।”

সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. তাজুল ইসলাম ও মান্দিরা দাস। পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন ফারদিন কাদের এবং সহকারী পরিচালক মুনিয়া আফরোজ। সম্পাদক হিসেবে আছেন সাইফুল ইসলাম সাইফ এবং সাধারণ সম্পাদক নাইমুর রহমান।

এছাড়া, কোষাধ্যক্ষ অপনান্দ সরকার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শাহেদ, প্রচার সম্পাদক তানজিলা মোবাহেরা মৃদুলা। সহযোগী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন লিমন খান, সাদিয়া আফরিন লাকি ও বিথী আক্তার কাজল।

অনুষ্ঠানে সংগঠনের পরিচালক ফারদিন কাদের বলেন, “আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হতে যাচ্ছে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির পথচলা শুরু করতে পেরেছি। আমার টিম অনেক পরিশ্রম করেছে। অল্প সময়েই আমরা সংগঠনটিকে দাঁড় করাতে পেরেছি। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের উপদেষ্টা মণ্ডলীদের, যারা শুরু থেকেই আমাদের পাশে থেকেছেন।”