কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফিল্ম সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

বি এম ফয়সাল।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলচ্চিত্রপ্রেমী শিক্ষার্থীদের উদ্যোগে নতুন সাংস্কৃতিক সংগঠন “কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

চলচ্চিত্র নিয়ে সচেতনতা সৃষ্টি, জীবনঘনিষ্ঠ গল্প বলার মাধ্যমে দর্শকদের প্রভাবিত করা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশই সংগঠনটির মূল লক্ষ্য।

মঙ্গলবার (২৭ মে) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান রাহাত এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক নাহিদা বেগম। তিনি বলেন, “আমরা জানি, সবকিছুর পরিপূর্ণ ধারণার জন্য সিনেমার কোনো বিকল্প নেই। এজন্য তিনটি বিষয়কে সামনে রেখে আমরা সংগঠনটি প্রতিষ্ঠা করেছি—সিনেমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানুষের জীবনকে পরিবর্তন করে দেওয়া এবং সিনেমা নির্মাণ।”

অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “জীবনকে উপভোগ করার জন্য নানা পথ রয়েছে, ফিল্ম তার মধ্যে অন্যতম। ফিল্ম আমাদের মনের কথা বলে, আমাদের সুখ-দুঃখের চিত্রগুলো ফুটিয়ে তোলে।”

সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. তাজুল ইসলাম ও মান্দিরা দাস। পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন ফারদিন কাদের এবং সহকারী পরিচালক মুনিয়া আফরোজ। সম্পাদক হিসেবে আছেন সাইফুল ইসলাম সাইফ এবং সাধারণ সম্পাদক নাইমুর রহমান।

এছাড়া, কোষাধ্যক্ষ অপনান্দ সরকার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শাহেদ, প্রচার সম্পাদক তানজিলা মোবাহেরা মৃদুলা। সহযোগী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন লিমন খান, সাদিয়া আফরিন লাকি ও বিথী আক্তার কাজল।

অনুষ্ঠানে সংগঠনের পরিচালক ফারদিন কাদের বলেন, “আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হতে যাচ্ছে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির পথচলা শুরু করতে পেরেছি। আমার টিম অনেক পরিশ্রম করেছে। অল্প সময়েই আমরা সংগঠনটিকে দাঁড় করাতে পেরেছি। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের উপদেষ্টা মণ্ডলীদের, যারা শুরু থেকেই আমাদের পাশে থেকেছেন।”

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page