০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুর রহমান কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত স্বপ্নের বুড়িচংয়ের নেতৃত্বে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস কুবি আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এমসিজে ও সিএসই বিভাগ কুমিল্লায় চালু হলো দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো, সরবরাহ ৪ জেলায়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের রোবটিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

  • তারিখ : ১০:০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • 284

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে রোবটিক্সের প্রাথমিক ধারণা পৌঁছে দিতে আয়োজিত হয়েছে রোবটিক্স বিষয়ক কর্মশালা।

রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১:৩০টায় কোটবাড়ীর বার্ড মডেল স্কুলে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রায় ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

কর্মশালাটি পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আইটি সম্পাদক রিফাতুল ইসলাম মারুফ। এছাড়া ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষকের বক্তব্যের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর রোবটিক্স বিষয়ে প্রেজেন্টেশন, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি বলেন, “বহিঃবিশ্বে ছোটবেলা থেকেই শিক্ষার্থীরা রোবটিক্সের হাতেখড়ি পায়, কিন্তু আমাদের দেশে এখনো সে সুযোগ তৈরি হয়নি—এটা দুঃখজনক। সেই জায়গা থেকেই আমরা স্কুলের শিক্ষার্থীদের রোবটিক্সের বেসিক জ্ঞান হাতে-কলমে শেখানোর চেষ্টা করেছি। প্রযুক্তির যুগেও আমাদের শিক্ষা ব্যবস্থায় যে শূন্যতা রয়েছে, তা কিছুটা হলেও পূরণ করতে পেরেছি বলে মনে করি। শিক্ষার্থীদের মধ্যে রোবটিক্সের প্রতি আগ্রহ সৃষ্টি করাই ছিল আমাদের মূল লক্ষ্য, এবং তাদের উৎসাহ ও উদ্দীপনা দেখে আমরা সত্যিই অনুপ্রাণিত হয়েছি। ভবিষ্যতে সার্বিক সহযোগিতা পেলে স্কুল পর্যায়ে আরও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণমূলক কর্মসূচির আয়োজন করা হবে।”

উল্লেখ্য, প্রেজেন্টেশন শেষে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার হিসেবে জনপ্রিয় কিশোর বিজ্ঞান সাময়িকী ব্যাপন – Byapon দেয়া হয়।

error: Content is protected !!

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের রোবটিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

তারিখ : ১০:০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে রোবটিক্সের প্রাথমিক ধারণা পৌঁছে দিতে আয়োজিত হয়েছে রোবটিক্স বিষয়ক কর্মশালা।

রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১:৩০টায় কোটবাড়ীর বার্ড মডেল স্কুলে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রায় ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

কর্মশালাটি পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আইটি সম্পাদক রিফাতুল ইসলাম মারুফ। এছাড়া ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষকের বক্তব্যের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর রোবটিক্স বিষয়ে প্রেজেন্টেশন, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি বলেন, “বহিঃবিশ্বে ছোটবেলা থেকেই শিক্ষার্থীরা রোবটিক্সের হাতেখড়ি পায়, কিন্তু আমাদের দেশে এখনো সে সুযোগ তৈরি হয়নি—এটা দুঃখজনক। সেই জায়গা থেকেই আমরা স্কুলের শিক্ষার্থীদের রোবটিক্সের বেসিক জ্ঞান হাতে-কলমে শেখানোর চেষ্টা করেছি। প্রযুক্তির যুগেও আমাদের শিক্ষা ব্যবস্থায় যে শূন্যতা রয়েছে, তা কিছুটা হলেও পূরণ করতে পেরেছি বলে মনে করি। শিক্ষার্থীদের মধ্যে রোবটিক্সের প্রতি আগ্রহ সৃষ্টি করাই ছিল আমাদের মূল লক্ষ্য, এবং তাদের উৎসাহ ও উদ্দীপনা দেখে আমরা সত্যিই অনুপ্রাণিত হয়েছি। ভবিষ্যতে সার্বিক সহযোগিতা পেলে স্কুল পর্যায়ে আরও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণমূলক কর্মসূচির আয়োজন করা হবে।”

উল্লেখ্য, প্রেজেন্টেশন শেষে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার হিসেবে জনপ্রিয় কিশোর বিজ্ঞান সাময়িকী ব্যাপন – Byapon দেয়া হয়।