
কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে রোবটিক্সের প্রাথমিক ধারণা পৌঁছে দিতে আয়োজিত হয়েছে রোবটিক্স বিষয়ক কর্মশালা।
রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১:৩০টায় কোটবাড়ীর বার্ড মডেল স্কুলে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রায় ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
কর্মশালাটি পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আইটি সম্পাদক রিফাতুল ইসলাম মারুফ। এছাড়া ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষকের বক্তব্যের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর রোবটিক্স বিষয়ে প্রেজেন্টেশন, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি বলেন, “বহিঃবিশ্বে ছোটবেলা থেকেই শিক্ষার্থীরা রোবটিক্সের হাতেখড়ি পায়, কিন্তু আমাদের দেশে এখনো সে সুযোগ তৈরি হয়নি—এটা দুঃখজনক। সেই জায়গা থেকেই আমরা স্কুলের শিক্ষার্থীদের রোবটিক্সের বেসিক জ্ঞান হাতে-কলমে শেখানোর চেষ্টা করেছি। প্রযুক্তির যুগেও আমাদের শিক্ষা ব্যবস্থায় যে শূন্যতা রয়েছে, তা কিছুটা হলেও পূরণ করতে পেরেছি বলে মনে করি। শিক্ষার্থীদের মধ্যে রোবটিক্সের প্রতি আগ্রহ সৃষ্টি করাই ছিল আমাদের মূল লক্ষ্য, এবং তাদের উৎসাহ ও উদ্দীপনা দেখে আমরা সত্যিই অনুপ্রাণিত হয়েছি। ভবিষ্যতে সার্বিক সহযোগিতা পেলে স্কুল পর্যায়ে আরও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণমূলক কর্মসূচির আয়োজন করা হবে।”
উল্লেখ্য, প্রেজেন্টেশন শেষে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার হিসেবে জনপ্রিয় কিশোর বিজ্ঞান সাময়িকী ব্যাপন – Byapon দেয়া হয়।