কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গোপালগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর নিয়ে গঠিত আঞ্চলিক সংগঠন ‘পদ্মা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) ব্যবসায় শিক্ষা অনুষদের তৃতীয় তলার কনফারেন্স রুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য বলেন, কুমিল্লায় আমাদের গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, ফরিদপুরের অনেক শিক্ষার্থী রয়েছে। যদি শেখ হাসিনা অবকাঠামো গত উন্নয়ন না করতো তাহলে কুমিল্লা এত শিক্ষার্থী আসতো না। এখন পদ্মা ব্রীজ হওয়ায় যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হয়েছে। তোমারা যারা এত দূর থেকে কুমিল্লায় পড়তে এসেছ তোমারা শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে পূর্ণ হও। এমন কোন কাজ করো না যার জন্য গোপালগঞ্জের সুনাম নষ্ট হয়।
গোপালগঞ্জের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো.সজিব শেখ ইফতার শেষে বলেন, রোজায় পরিবারের সবাইকে মিস করি। প্রথম রোজায় বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের সাথে ইফতার করতে পেরে অনেক ভালো লাগছে।
ইফতার মাহফিলে উপাচার্য ছাড়াও আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার মাদক নিয়ন্ত্রক দপ্তরের সহকারী পরিচালক ইমরুল,ছাত্র উপদেষ্টা ড. মোহা: হাবিবুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড.বনানী বিশ্বাস, বাংলা বিভাগের প্রভাষক সুমনা আক্তার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুর বিশ্বাস, সংগঠনটির সভাপতি শাহিন,সাধারণ সম্পাদক সবুজ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আরো দেখুন:You cannot copy content of this page