কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইনজীবী সমিতির যাত্রা শুরু

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের নতুন সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতি’র আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে।

রবিবার (১৪ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির ভার্চুয়াল প্রথম সাধারণ সভায় সবার সর্বসম্মতিক্রমে ১২ সদস্যের একটি কমিটি অনুমোদন দেওয়া হয়।

এতে আহ্বায়ক হিসেবে আছেন রাজশাহী জজ কোর্টের অ্যাডভোকেট সাব্রী সাবেরীন গালিব, সদস্য সচিব হিসেবে আছেন কুমিল্লা জজ কোর্টের অ্যাডভোকেট মো: রিয়াজ উদ্দিন এবং সংবিধান প্রণয়ন বিষয়ক প্রধান সমন্বয়ক হিসেবে আছেন ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট মো: আব্দুল হান্নান।

গঠিত এই কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়করা হলেন ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট মো: রিফাত হোসাইন ও অ্যাডভোকেট মিঠুন খান, কুমিল্লা জজ কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল হোসাইন, নারায়ণগঞ্জ জজ কোর্টের অ্যাডভোকেট মো: কামাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের অ্যাডভোকেট মশিউর রহমান, অ্যাডভোকেট ফাতেমা আক্তার, অ্যাডভোকেট মো: মামুন ভূঁইয়া ও অ্যাডভোকেট মো: আরিফ আহমেদ, নোয়াখালী জজ কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ বোরহান উদ্দিন।

নব গঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির আহ্বায়ক রাজশাহী জজ কোর্টের অ্যাডভোকেট সাব্রী সাবেরীন গালিব বলেন, ‘আইন অঙ্গনে আইন পেশায় ভালো করা ও একে অন্যের মাঝে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি করার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে আইনগত সেবা দিয়ে পাশে থাকতে পারব বলে মনে করি। মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখা প্রতিটি আইনজীবীর চিরায়ত লালিত স্বপ্ন। আর সেই স্বপ্নকে পূরণ করতেই আমরা কাজ করব।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page