০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা-বুড়িচং-মীরপুর সড়ক সংস্কার ও চারলেনের দাবিতে জামায়াতের মানববন্ধন

  • তারিখ : ১১:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • 115

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লা-মীরপুর মেজর এম এ গনি সড়ক দ্রুত সংস্কার এবং চারলেনে উন্নীত করার দাবিতে বুড়িচংয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার বসুন্ধরা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে দলটির বুড়িচং উপজেলা শাখা।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ড. মো. মোবারক হোসাইন বলেন, “বুড়িচং-ব্রাহ্মণপাড়া অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি এই সড়কটি চার লেনে উন্নীত করা। পূর্বের সকল অকার্যকর টেন্ডার বাতিল করে দ্রুত নতুন টেন্ডার আহ্বান করে কাজ শুরু করতে হবে। না হলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে ডিসি অফিস ও ইউএনও অফিস ঘেরাও করতে বাধ্য হবো।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক অহিদুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন বুড়িচং পৌর জামায়াতের আমীর মো. তাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা জামায়াতের শূরা সদস্য ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন।

এছাড়া মানববন্ধনে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মো. আবু তাহের, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. কবির হুসাইন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জাকারিয়া খান, বাকশিমুল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুর রউফ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. জয়নাল আবেদিন, পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা মাসুদ মৈশান, পীরযাত্রাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মনিরুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. সুজন চৌধুরী, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন ও সেক্রেটারি গাজী জহিরুল ইসলামসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন অবহেলিত অবস্থায় রয়েছে। যানজট, দুর্ঘটনা ও দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। অবিলম্বে সড়কটি চারলেনে উন্নীত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তাঁরা। মানববন্ধন থেকে পরবর্তী কর্মসূচি হিসেবে প্রয়োজনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেওয়া হয়।

error: Content is protected !!

কুমিল্লা-বুড়িচং-মীরপুর সড়ক সংস্কার ও চারলেনের দাবিতে জামায়াতের মানববন্ধন

তারিখ : ১১:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লা-মীরপুর মেজর এম এ গনি সড়ক দ্রুত সংস্কার এবং চারলেনে উন্নীত করার দাবিতে বুড়িচংয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার বসুন্ধরা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে দলটির বুড়িচং উপজেলা শাখা।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ড. মো. মোবারক হোসাইন বলেন, “বুড়িচং-ব্রাহ্মণপাড়া অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি এই সড়কটি চার লেনে উন্নীত করা। পূর্বের সকল অকার্যকর টেন্ডার বাতিল করে দ্রুত নতুন টেন্ডার আহ্বান করে কাজ শুরু করতে হবে। না হলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে ডিসি অফিস ও ইউএনও অফিস ঘেরাও করতে বাধ্য হবো।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক অহিদুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন বুড়িচং পৌর জামায়াতের আমীর মো. তাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা জামায়াতের শূরা সদস্য ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন।

এছাড়া মানববন্ধনে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মো. আবু তাহের, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. কবির হুসাইন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জাকারিয়া খান, বাকশিমুল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুর রউফ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. জয়নাল আবেদিন, পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা মাসুদ মৈশান, পীরযাত্রাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মনিরুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. সুজন চৌধুরী, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন ও সেক্রেটারি গাজী জহিরুল ইসলামসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন অবহেলিত অবস্থায় রয়েছে। যানজট, দুর্ঘটনা ও দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। অবিলম্বে সড়কটি চারলেনে উন্নীত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তাঁরা। মানববন্ধন থেকে পরবর্তী কর্মসূচি হিসেবে প্রয়োজনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেওয়া হয়।