স্টাফ রিপোর্টার।।
রবিবার ২৭ নভেম্বর সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের কনফারেন্স রুমে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের ২য় বারের মতো নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের ২য় বারের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত এর সাথে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক ও লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁঞা, কুমিল্লা জেলা আইনজীবী সমিতিরর সভাপতি এডভোকেট মোঃ আহছান উল্লাহ খন্দকার, জেলা জিপি এডভোকেট তপন বিহারী নাগ, কুমিল্লা মহানগর আওয়ামীলীগ এর সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও কুমিল্লা জেলা পরিষদ সদস্য এডভোকেট ফাহমিদা আক্তার জেবিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব ও সাবেক জেলা পিপি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন, মুরাদনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ এডভোকেট মোঃ আবুল কালাম আজাদ (তমাল) ও স্পেশাল পিপি এডভোকেট আব্দুল হামিদ মানিক।
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা মহানগর আওয়ামীলীগ এর সাবেক
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিকুল্লাহ খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন ভৌমিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ, মহানগর আওয়ামীলীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক মোঃ হাছান খসরু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জহিরুল কামালসহ আরও অনেকই।
এ ছাড়াও উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মাহাবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হারুনর রশীদ, সাবেক অতিরিক্ত পিপি এডভোকেট আবদুস ছোবহান, সাবেক অতিরিক্ত পিপি এডভোকেট আতিকুর রহমান আব্বাসী, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও স্পেশাল পিপি এডভোকেট মোঃ আমজাদ হোসেন, অতিরিক্ত পিপি মোঃ মজিবুর রহমান বাহার, সাবেক অতিরিক্ত জিপি এডভোকেট চন্দন কুমার দেব, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শাহাজাহান সিরাজ, কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট জসিম উদ্দিন আবাদ, অতিরিক্ত পিপি মোঃ নেয়ামত উল্লাহ চৌধুরী (জামান), সাবেক রিক্রিয়েশন সেক্রেটারি এডভোকেট মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া ও এডভোকেট জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবী সমিতির ট্রেজারার এডভোকেট মোঃ আমির হোসেন খাঁন, রিক্রিয়েশন এডভোকেট সাহাব উদ্দিন ও আইটি সম্পাদক এডভোকেট এ.এম.এম মঈন, নির্বাহী সদস্য এডভোকেট মোঃ আব্দুল হান্নান লিটন ও এডভোকেট ওমর খালেদ, এডভোকেট দিদারুল আমল চৌধুরী, এডভোকেট জালাল আহমেদ সাজু, এডভোকেট মোঃ এনামুল হক কাজল, সিনিয়র এডভোকেট সাহিদা আক্তার, এডভোকেট জয়দেব কুমার সাহা, এডভোকেট মোঃ খোরশেদ আলম, এডভোকেট মোঃ জাকির হোসেন, এডভোকেট মোঃ আনোয়ারুল হক দীপু, এডভোকেট আমিনুল রহমান আব্বাসী (ফরিদ), এডভোকেট মোঃ নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন, এডভোকেট মোঃ আবু সায়েম, এডভোকেট মোঃ জাকির হোসেন, এডভোকেট মোঃ নুরুদ্দীন মিয়াজী বুলবুল, এডভোকেট মোঃ মিজানুর রহমান, এডভোকেট বোরহান উদ্দিন টুটুল, এডভোকেট শিপা, এড. সবুজ, এডভোকেট জামিল আহমেদ রাতুল, এডভোকেট মোশারেফ হোসেন টিটু, এডভোকেট এ, এইচ, এম দিদার, এডভোকেট মোঃ জিয়াউল হাসান চৌধুরী (সোহাগ), এডভোকেট তাপস চন্দ্র সরকার, এডভোকেট আশফাক উদ্দিন ঝোটন, এডভোকেট প্রহল্লাদ চন্দ্র পাল, এডভোকেট সংগীতা চক্রবর্তী, এডভোকেট মুর্শিদা আক্তার (মুন্নী) ও এডভোকেট মোঃ রফিকুল ইসলামসহ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির প্রায় শতাধিক আইনজীবী।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাবেক সদস্য ও কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ সৈয়দ নুরুর রহমান।
ওই মতবিনিময় শেষে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীদের ভালোবাসায় ফুলে ফুলে সিক্ত হলেন কুমিল্লার দুই নেতা প্রধান অতিথি কুমিল্লা মহানগর আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি ও বিশেষ অতিথি কুমিল্লা মহানগর আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আরফানুল হক রিফাত।
আরো দেখুন:You cannot copy content of this page