মোতালেব হোসেন।।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এক রুগী নিচ তলায় পড়ে মারা যাওয়ার খবর পাওয়া যায়। ঘটনার নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিক।
সোমবার (১৭ এপ্রিল) কুমেক হাসপাতালের ৮ তলার মেডিসিন বিভাগের সিড়ির রেলিং এর ফাঁক দিয়ে রাত ৮টা ২০ মিনিটর সময় নিচে পড়ে যায়।মারা যাওয়া ব্যক্তি কুমিল্লা লাকসাম সদর উপজেলার কান্দিরপাড় এলাকার মৃত ইয়াসিন মিয়ার ছেলে সোলেমান(৩২)। তবে এটি আত্মহত্যা নাকি মাথা ঘুরে নিচে পড়ে মারা গেছে তা নিয়ে চলছে আলোচনা।
রুগীর চাচাত ভাই সোহেল বলেন, ৮ দিন আগে ডায়রিয়ার সমস্যা নিয়ে মেডিকেলে ভর্তি হয় আমার ভাই।আজ সারাদিন মুটামুটি ভালোই ছিল।ইফতারের আগে তার মায়ের সাথে ইফতার করছে ও নিজ হাতে পান খাওয়াই মাকে। পরে ভেতরে গরম লাগাই বাহিরে একটু হাটাচলা করে। এখন এসময় কি মাথা ঘুরে নিচে পড়ে গেছে নাকি নিজে ইচ্ছে করে পড়ছে তা সিসি ক্যামেরা দেখে নিশ্চিত হওয়া যাবে। তবে সে আত্মহত্যা করার মত লোক নয়।সে রাজমিস্ত্রী কাজ করত ও নরম প্রকৃতির মানুষ ছিলো।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, বিষয়টি তদন্তাধীন তাই প্রশাসন ভালো বলতে পারবে।আমি প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকল ধরনের কাজ করে যাচ্ছি।
কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) কামরান হোসেন বলেন,সিসি ক্যামেরা দেখে ঘটনার বিষয়টি জানা যাবে।
আরো দেখুন:You cannot copy content of this page