কুমিল্লা শিক্ষাবোর্ডের ৫ কলেজের কেউ পাশ করেনি; শতভাগ ফেল

মোঃ জহিরুল হক বাবু।।
উচ্চ মাধ্যমিক (এইচ.এস.সি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ (বুধবার) প্রকাশিত হয়েছে। এবারে পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধিনে অংশ নেয়া ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাস করেনি।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৯০.৭২ শতাংশ। এ বছর কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪,৯৯১ জন। এ ফলাফল (জিপিএ-৫) গত ৫ বছরে সর্বোচ্চ।

এ বছর ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী অংশ নেন এবং ৭৭ হাজার ৯০৭জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বুধবার দুপুরে বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন।

শতভাগ পাশ করেছে ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান। এবার ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। জিপিএ -৫ পেয়েছে মেয়েরা ৮ হাজার ৭৫৭জন। মেয়েদের শতকরা পাশের হার ৯১দশমিক ৩৯ শতাংশ।

এছাড়া ৫ টি প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি, অর্থাৎ শতভাগ ফেল। শতভাগ ফেলকরা প্রতিষ্ঠানগুলো হলো- নোবেল কলেজ ফেনী। গ্রীনলাইন কলেজ ফেনী। কৃষ্ণনগর আবদুল জব্বার স্কুল এন্ড কলেজ, নবীনগর। ঝিনুকপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ, নবীনগর। ড. মোঃ সামসুল হক মডেল কলেজ, মতলব সাউথ, চাদপুর।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page