
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সংবাদপত্র বিতরন সমিতির সাধারন সম্পাদক আবু সাঈদ চৌধুরী ও তাঁর স্ত্রী আঞ্জুমান আরা বেগম রুমির অকাল মৃত্যুতে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধায় নগরীর নাসির টাওয়ারে কুমিল্লা সংবাদপত্র বিতরন সমিতি এ শোক সভা ও দোয়ার আয়োজন করেন।
শোক সভা ও দোয়ার অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর কৃষকলীগের আহবায়ক খোরশেদ আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেচ্ছাসেবী সংগঠন দৃষ্টান্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফ উদ্দিন রণী, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ।
কুমিল্লা সংবাদপত্র বিতরন সমিতির সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সংবাদপত্র পরিবেশক আতিকুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি মো আব্দুল কুদ্দুস, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ ফারুক মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল, হাবিবুর রহমান হাবিব, নিহত আবু সাঈদ চৌধুরীর মেয়ে সাবিহা চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন মাঝিগাছা জামে মসজিদের খতিব মাওলানা আবু হানিফ মজুমদার।