সদর দক্ষিণ প্রতিনিধি।।
“তুর খসড়া তুই নে, আমার ঠিকানা ফিরিয়ে দে”—এমন স্লোগানে বুধবার (৬ আগস্ট) বিকেলে উত্তাল হয়ে ওঠে কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড। কুমিল্লা সাবেক-৯ আসনের সীমানা পুনর্বিন্যাসের খসড়ার প্রতিবাদে হাজারো মানুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে অংশ নেন।
বুধবার বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৫টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সদর দক্ষিণ, লালমাই ও কুমিল্লা মহানগর দক্ষিণ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেন। সবার দাবি ছিল এক—সাবেক-৯ (সদর দক্ষিণ, মহানগর দক্ষিণ ১৯–২৭ নং ওয়ার্ড ও নবগঠিত লালমাই উপজেলা) আসনের ঐতিহাসিক কাঠামো পুনর্বহাল করতে হবে।
সম্প্রতি নির্বাচন কমিশন দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করে, যার মধ্যে কুমিল্লার তিনটি আসনও রয়েছে। এতে সাবেক কুমিল্লা-৯ আসনের কাঠামো ভাঙার প্রস্তাব আসায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দেয়। আন্দোলনকারীদের অভিযোগ, বহুবার বিভাজনের শিকার এই আসনের জনগণ এবার আর মেনে নেবে না।
বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মুহাম্মদ আখতার হোসেন। তিনি বলেন, “এই আন্দোলন শুধু একটি আসনের জন্য নয়—এটা জনগণের অস্তিত্ব ও ভোটাধিকার রক্ষার লড়াই।”
সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক জহিরুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. আমান উল্লাহ আমান, মো. ইউসুফ আলী মীর পিন্টু, সদর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল মজুমদার, হানিফ মিয়া, সোহেল মজুমদার, দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য নাজমুল হাসান রনি, ছাত্রদল সমন্বয়ক নূর মোহাম্মদ প্রমুখ।
বক্তারা বলেন, “এই খসড়া বাতিল না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জনগণের নির্বাচনী অধিকার রক্ষায় আমরা এক চুলও পিছপা হব না।”
সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ১২ আগস্ট লালমাই ও ১৩ আগস্ট সদর দক্ষিণে বৃহৎ জনসভা আয়োজন করবে বিএনপি ও সর্বদলীয় সংগ্রাম কমিটি।