কুমিল্লা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার।।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর কুমিল্লা জেলা পর্যায়ের প্রতিযোগিতা।

বুধবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি খন্দকার মু: মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, যুগ্ম সম্পাদক মোঃ শফিরুল ইসলাম খন্দকার বাদল এবং জেলা ক্রীড়া অফিসার মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়া, সদস্য দেলোয়ার হোসেন জাকির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) পঙ্কজ বড়ুয়া।

এবারের আসরে সিটি কর্পোরেশন কুমিল্লাসহ জেলার ১৭টি উপজেলার বালক এবং বালিকা দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে বালকদের ম্যাচে লাকসাম উপজেলাকে ৩-২ (ট্রাইবেকার) গোলে হারিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা।

আরেক ম্যাচে লালমাই উপজেলাকে ১-২ গোলে হারিয়েছে বরুড়া উপজেলা, নাঙ্গলকোট উপজেলাকে ০-১ গোলে হারিয়েছে আদর্শ সদর উপজেলা, মনোহরগঞ্জ উপজেলাকে ০-৪ গোলে হারিয়েছে সদর দক্ষিণ উপজেলা, দাউদকান্দি উপজেলাকে ০-১ গোলে মেঘনা উপজেলা, চান্দিনা উপজেলাকে ৪-৫(ট্রাইবেকার) তিতাস উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলাকে ২-৩ গোলে দেবিদ্বার উপজেলা, মুরাদনগর উপজেলাকে ৩-৪(ট্রাইবেকার) হোমনা উপজেলা হারিয়েছে।

বালিকাদের ম্যাচে লালমাই উপজেলা ২-১ গোলে হারিয়েছে বরুড়া উপজেলাকে, মনোহরগঞ্জ উপজেলা ২-০ গোলে হারিয়েছে সদর দক্ষিণ উপজেলাকে, মুরাদনগর উপজেলা ২-০ গোলে হোমনা উপজেলাকে হারিয়েছে।

ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ০২রা নভেম্বর। টুর্নামেন্টের আয়োজনে কুমিল্লা জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস এবং সার্বিক সহযোগিতায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page