গ্লোবাল টেলিভিশন অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় মানবন্ধন ও প্রতিবাদ সভা

মনোয়ার হোসেন:
ঢাকায় গ্লোবাল টেলিভিশন সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কুমিল্লায় কর্তব্যরত সাংবাদিকবৃন্দ।

শনিবার (১৮ জুন) বিকেলে স্যাটেলাইট চ্যানেল গ্লোবাল টেলিভিশন এর প্রধান কার্যালয়ের মূল ফটকে সাংবাদিকদের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী মুন্না বাহিনীকে গ্রেফতারের দাবীতে কুমিল্লা প্রেসক্লাবে এ কর্মসূচি পালন করা হয়।

গ্লোবাল টেলিভিশন এর কুমিল্লা জেলা প্রতিনিধি আবুল খায়ের আশিকের সভাপতিত্বে ও গ্লোবাল টেলিভিশন কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধি ও সময় ট্রিবিয়ন এর কুমিল্লা প্রতিনিধি মো: মনোয়ার হোসেন এর সঞ্চালনায় ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইনকিলাবের জেলা প্রতিনিধি সাদেক মামুন, এনটিভির স্টাফ রিপোর্টার জালাল উদ্দীন, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও যুগান্তরের কুমিল্লা বুর‍্যো প্রধান, আরটিভি’র প্রতিনিধি আবুল খায়ের।

এই সময় আরো উপস্থিত ছিলেন,মানব কন্ঠের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম তরুণ,দেশ টিভির জেলা প্রতিনিধি সুমন কবির,জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, ভোরের কলামের উপ সম্পাদক সোহাগ মিয়াজি, চেতনায় একাত্তর এর সম্পাদক মাইনুল হক স্বপন, আমাদের কুমিল্লা স্টাফ রিপোর্টার তৌহিদ খন্দকার তপু, দুর্নীতির সন্ধানের জেলা প্রতিনিধি মেক রানা, চ্যানেল এস এর প্রতিনিধি রাজিব সাহা, ভোরের কলামের চান্দিনা উপজেলা প্রতিনিধি আকিবুল ইসলাম হারেস, বাংলাদেশ সমাচারের সিনিয়র সাংবাদিক ইয়াসিন আরাফাতসহ স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এসময় বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সন্ত্রাসী মুন্না সহ অপরাধীদেরকে গ্রেফতার ও দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহন না করলে কুমিল্লা থেকে দুর্বার আন্দলোনের ডাক দেওয়া হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page