চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন মেজর (অব.) মোহাম্মদ আলী

গোলাম কিবরিয়া।।
দ্বিতীয় বারের মতো কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য চট্টগ্রাম বিভাগের ৯৯টি উপজেলা চেয়ারম্যানের মধ্যে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ২০২২ মনোনীত করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় বাছাই কমিটি সভাপতি বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন, সদস্য সচিব চট্রগ্রাম বিভাগের প্রাথমিক শিক্ষার উপ-পরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম সহ আরো ৪জন সদস্যের রাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

দাউদকান্দি উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুতায়তন করে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করার পদ্ধতি চালু করাসহ প্রাথমিক শিক্ষায় ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলগামী করতে অসামান্য আবদান রাখা, প্রতিটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ, পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ের মাঠ ভরাট, বিদ্যালয়ে শিশুদের বিনোদন ও খেলাধুলার সমগ্রি বিতরণসহ নানান অবদানের জন্য দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ২০১৬ সালে প্রথমবারের মতো জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হন।

পরে ২০১৭ সালে দ্বিতীয় বারের মতো জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ওই বছরই প্রথম বারের মতো চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করেন। এরই ধারাবাহিকতায় এ বছরও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে কাজ করার স্বীকৃতিস্বরূপ তৃতীয় বারের মতো জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও দ্বিতীয় বারের মতো চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত মেজর (অব.) মোহাম্মদ আলী’কে বিভিন্ন সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তার মধ্যে কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন, কুমিল্লা সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি, টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশন, কুমিল্লা। বুড়িচং প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছ জানিয়েছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page