মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেন এর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের (২০২৪ ব্যাচ্) বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে শিক্ষা র্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। পরে কেককাটা অনুষ্ঠানের মাধ্যমে মনোজ্ঞ ক্লাস পার্টি করে বিদায়ী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি বাজার সংলগ্ন করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেন এর হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাছারীপাড়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মো: আমিনুল ইসলাম মজুমদার, অনুষ্ঠানে দোয়া-মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও পাটানন্দী জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মো: আবু তাহের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন করপাটি হাজী মনির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মো: শাহআলম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক কাজী মো: বশির আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মো: মহিন উদ্দিন নয়ন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: মাছুম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আমিনুল ইসলাম মজুমদার বাবুল, কনকাপৈত ইউপি’র সাবেক সদস্য মো: ফারুক বেপারী, বিশিষ্ট সমাজসেবক এম এ নোমান।
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নূর আহম্মদ মজুমদার এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন করপাটি হাজী মনির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. আফরোজা আক্তার পান্না, করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেন এর সিনিয়র শিক্ষক মোসা. শাহিদা আক্তার, করপাটি ইসলামী আদর্শ মহিলা মিশন মাদরাসার শিক্ষক মাওলানা মো: বেলাল হোসাইন প্রমুখ।
আরো দেখুন:You cannot copy content of this page