মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ জানুয়ারি) সকালে এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের গুরুত্বপূর্ণ স্থানগুলো পদক্ষিন করে। পরে পৌর ঈদগাহ মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো: কামরুল হুদা। সমাবেশে উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলা বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা আবুল হাসনাত মিয়া মো: জোবায়ের। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: শাহআলম রাজু।
উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসানের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা আবির আব্দুল্লাহ চৌধুরী ও ফায়জুল ইসলাম অনিকের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা ড. জয়নুল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অলী আহমেদ মেম্মার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: ওয়াহিদুর রহমান মুজমদার মুক্তু, পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, মো: ছলিম উল্যাহ টিপু, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক ছুট্টু, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: গিয়াস উদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি মো: শাহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মো: শাহনেওয়াজ মজুমদার, পৌর যুবদলের আহবায়ক মো: হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: খোরশেদ আলম, উপজেলা তাঁতীদলের সভাপতি ইব্রাহিম খলিল, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, ফরিদ খাঁন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: হৃদয়। র্যালীতে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা সহ উপজেলার তেরটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্মরণকালের এ বিশাল র্যালীতে অংশগ্রহণ করতে পেরে উচ্ছসিত তৃণমূলের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো: কামরুল হুদা বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম মহানায়ক ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ পরিবারে কোন মুক্তিযোদ্ধা নেই। আওয়ামী লীগের ইতিহাস পালিয়ে যাওয়ার ইতিহাস। গত ১৭ বছর আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। জাতীয়তাবাদী দলের আন্দোলনে তাদের সেই উদ্দেশ্য নস্যাৎ হয়েছে। দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। জাতীয়তাবাদী দল কোন ষড়যন্ত্রে পা দেবে না। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আগামীতে বিএনপিই সরকার গঠন করবে।’
আরো দেখুন:You cannot copy content of this page