মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকালে মাদরাসা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এ কে এম মীর হোসেন। প্রধান বক্তা ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মুফতি আবুল কাশেম মো: শামসুদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার সুপার মাওলানা মো: শহিদুল ইসলাম।
বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য মো: জহিরুল আলম মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার প্রভাষক রাজী বিল্লাহ, মাদরাসার দাতা সদস্য মাস্টার রফিকুল ইসলাম, আবুল হোসেন মেম্বার, অভিভাবক সদস্য হাফেজ মজিবুল হক মিয়াজী, মাদরাসার সিনিয়র শিক্ষক আবুল বশার।
এসময় আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক বেলাল হোসেন, ওমর ফারুক, আব্দুস সাত্তার, সাবেক অভিভাবক সদস্য মো: নাছির উদ্দিন, মাদরাসার সহ-সুপার এ কে এম সাইফুদ্দিন, মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা বিল্লাল হোসেন, মো: আনিছুর রহমান, শাখাওয়াত হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, এ বিদায় তোমাদের চির বিদায় নয় বরং দাখিলের গণ্ডি পেরিয়ে উচ্চ শিক্ষায় পদার্পণ করার আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যাও। তোমরা একদিন সফলতা অর্জন করে মা-বাবা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এরপর দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।
আরো দেখুন:You cannot copy content of this page