মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে মো: শহিদুল ইসলাম নামে এক সৌদিপ্রবাসীর বসতঘর পুড়ে ছাই হয়েছে গেছে। অগ্নিকান্ডের এ ঘটনায় ওই ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার সহ দামী আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ পুড়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফুলমুড়ি উত্তর-পূর্বপাড়া এলাকার মৃত সোলেমান মিয়ার ছেলে প্রবাসী মো: শহিদুল ইসলামের বাড়ীতে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগির নিকটাত্মীয় মো: বাহা উদ্দীন দুলাল।
ভুক্তভোগির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ আগে প্রবাসে যান মো: শহিদুল ইসলাম। গত সপ্তাহে শহিদুল ইসলামের স্ত্রী মো: জেসমিন আক্তার দুই ছেলেকে নিয়ে বাবার বাড়ী পাশ্ববর্তী ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামে বেড়াতে যান। সোমবার দিবাগত রাত অনুমান ১১টায় বাড়ী থেকে খবর আসে ঘরে আগুন লেগেছে। সংবাদ শুনে গৃহবধূ জেসমিন আক্তার তার ভাই বাহা উদ্দীন দুলাল ও সন্তানদের নিয়ে রাতেই স্বামীর বাড়ীতে ফিরে আসেন। বাড়ীতে আসার আগেই ঘরে থাকা ৩টি দামী খাট, স্টীলের ৩টি আলমিরা, একটি ফ্রিজ, ১টি এলইডি টিভি, ২টি শৌকেস, ১ সেট কাঠের সোফা সহ সকল দামী আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এদিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার বিকালে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-৭৫২/১৫.০৪.২০২৫) করা হয়েছে।
নিকটাত্মীয় মো: বাহা উদ্দীন দুলাল বলেন, চৌদ্দগ্রাম উপজেলার ফুলমুড়ি গ্রামে যে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটে এটা আমার ভগ্নিপতির বাড়ী। রাত আনুমানিক ১১ঃ২০ এর দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আমাদের মনে হচ্ছে এটা কোন দুর্বৃত্তদের কাজ। অগ্নিকান্ডে আমার ভগ্নিপতির প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা থানায় সাধারণ ডায়েরি করবো।
ফুলমুড়ি গ্রামের আবুল খায়ের সর্দার বলেন, অগ্নিকাণ্ডটি আমার পাশের বাড়ির ঘটনা। আমি শোনার সাথে সাথেই ওই বাড়িতে এসে দেখি ধাও ধাও করে আগুন জ্বলছে। আমার মনে হয় কেউ শত্রুতা বসত উদ্দেশ্য প্রণোদিতভাবে এ কাজটি করতে পারে। আমার চাচাতো ভাই বিদেশ থাকার কারণে তার ঘরে অনেক মালামাল ছিল। প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই মনে হচ্ছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মো: মেহেদী হাসান সুজন জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুনেছি ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পুলিশ বিস্তারিত বলতে পারবে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, এ সংক্রান্ত একটি জিডি করেছে ভুক্তভোগির পরিবার। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
আরো দেখুন:You cannot copy content of this page