মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামের বিজয়পুরে বুধবার (২১ জুন) গভীর রাতে কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর বিশেষ অভিযানে ৪০০ বোতল ফেনসিডিল সহ মনির হোসেন (৩০) নামে এলাকার চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মনির উপজেলার কালিকাপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার এর পক্ষে এএসপি মো: মোশারফ হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের বিজয়পুরে অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল সহ মনির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সে দীর্ঘদিন ধরে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিলো। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।’