চৌদ্দগ্রামে ১২টি ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশায় ১১৩টি আবেদন

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়ে দলীয় কার্যালয়ে ১১৩ জনের আবেদন পত্র দাখিল।

বৃহস্পতিবার-শুক্রবার (১১ ও ১২ নভেম্বর) দুইদিন ব্যাপী সকাল থেকে রাত পর্যন্ত এ আবেদন গ্রহণ কার্যক্রম চলে। দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশে স্থানীয় সাংসদ কার্যালয়ে (দলীয় কার্যালয়) উপজেলা আ’লীগ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত মনোনয়ন বোর্ড এর সদস্য উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, সহ-দপ্তর সম্পাদকের নিকট চেয়ারম্যান পদে আবেদনপত্র জমা দেন।

উপজেলা আ’লীগের দপ্তর সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ১নং কাশিনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ সহ ১৫ জন, ২নং উজিরপুরে বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ সহ ৭ জন, ৩নং কালিকাপুরে বর্তমান চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার সহ ৬ জন, ৪নং শ্রীপুরে বর্তমান চেয়ারম্যান শাহজালাল মজুমদার সহ ৫ জন, ৫নং শ্রভপুরে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান সহ ৬ জন, ৬নং ঘোলপাশায় বর্তমান চেয়ারম্যান কাজী জাফর আহমেদ সহ ৮ জন, ৮নং মুন্সীরহাটে বর্তমান চেয়ারম্যান মাহফুজ আলম সহ ৯ জন, ৯নং কনকাপৈতে বর্তমান চেয়ারম্যান জাফর ইকবাল সহ ১৪ জন, ১০নং বাতিসায় বর্তমান চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু সহ ১০ জন, ১১নং চিওড়ায় বর্তমান চেয়ারম্যান একরামুল হক সহ ১১ জন, ১২নং গুনবতীতে বর্তমান চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ খোকন সহ ১৫ জন ও ১৩নং জগন্নাথদীঘি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাজী জানে আলম সহ ৭ জন। সর্বমোট ১১৩ জন প্রার্থী মনোনয়ন চেয়ে দলীয় কার্যালয়ে আবেদন পত্র জমা দেন।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী কুমিল্লার চৌদ্দগ্রামের ১২টি ইউনিয়ন নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের তারিখ ২৫ নভেম্বর, বাছাইয়ের তারিখ ২৯ নভেম্বর, আপিল দায়েরের তারিখ ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্ধ ৭ ডিসেম্বর ও ভোট গ্রহণের তারিখ ২৩ ডিসেম্বর-২০২১।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page