০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে ৭৬ কোটি টাকার বাজেট ঘোষনা

  • তারিখ : ১০:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • 92

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের ৭৬ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকেলে পৌর সম্মেলন কক্ষে নতুন এই বাজেট ঘোষণা করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: জামাল হোসেন। নবঘোষিত বাজেটটি গত বছরের বাজেটের চেয়েও ৭ কোটি টাকা বেশী। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ছিলো প্রায় ৬৮ কোটি ৫২ লাখ ১২ হাজার ছয়শত ছিয়ানব্বই টাকা। ঘোষিত এ বাজেটে নতুন করে কোনো করারোপ করা হয়নি।

পৌর প্রশাসক মো: জামাল হোসেন বাজেট ঘোষনাকালে বলেন, এই বারের বাজেট ৭৬ কোটি ৭৯ লাখ ৫৮ হাজার ৯ শত ৬৫ টাকা। বাজেটে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৬৭ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা। এবারের বাজেটে রাজস্ব থেকে আয় ধরা হয়েছে ৯ কোটি ৪৪ লাখ ৭৮ হাজার ১০ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ৬৭ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ৯ শত ৫৫ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৫০ লাখ টাকা। বাস্তবধর্মী ও জনকল্যাণমুখী এ বাজেট পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত হলে পৌরবাসী বেশ উপকৃত হবে বলে জানান তিনি।

ঘোষিত বাজেট বিশ্লেষন করে জানা গেছে, সুদূরপ্রসারী একটি পরিকল্পনা নিয়ে এবারের বাজেটটি ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে ১০ কোটি টাকা ব্যয়ে ৭টি পৌরসভা বিশেষ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২০৩০ সাল পর্যন্ত পর্যায়ক্রমে প্রায় ২৫ কোটি টাকার বহুমুখী প্রকল্প, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প খাতে ৩ কোটি টাকা, কুয়েত সাহায্যপুষ্ট ৫১ পৌরসভা প্রকল্প খাতে ৫ কোটি টাকা, কোভিড-১৯ প্রকল্পের মাধ্যমে ১০ কোটি টাকা, বাজেট উন্নয়ন ও প্রকল্প খাত হতে রাস্তা, ড্রেন , ব্রীজ, কালভার্ট নির্মাণ ও মেরামত খাতে ৪৯ কোটি টাকা ৫০ লাখ টাকা, ড্রাম্পিং স্টেশন নির্মাণ ও জমি অধিগ্রহণ খাতে ৪ কোটি টাকা, পৌর পার্ক নির্মাণ খাতে ১ কোটি টাকা, পৌর স্কুল স্থাপন ও জমি অধিগ্রহণ খাতে ১ কোটি টাকা, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি খাতে ৭৪ লাখ ৫০ হাজার টাকা, স্বাস্থ্য ও প্রয়ঃপ্রণালী খাতে ১ কোটি ২৫ লাখ টাকা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে ২ কোটি ৯০ লাখ টাকা, ময়লা, আবর্জনা, নর্দমা, ড্রেন, খাল পরিস্কার-পরিচ্ছন্নতা খাতে ৪০ লাখ টাকা, মশক নিধন কার্যক্রমে ৯ লাখ টাকা সহ বেওয়ারিশ লাশ দাফন খাতে ১ লাখ টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে। ঘোষিত বাজেট নিয়ে পৌরবাসী স্বপ্ন বুনছে এবার। বিগত দিনের বাজেটগুলোর উল্লেখযোগ্য প্রকল্পই বাস্তবায়ন করা সম্ভব হতনা বিভিন্ন প্রতিক‚লতার কারণে। এবার সময় বদলেছে। পৌরবাসীর প্রাণের দাবিগুলো হয়তো এবার পূরণ হবে। পৌর প্রশাসকের বিভিন্ন পরিকল্পিত কর্মকান্ডের প্রশংসা করে সচেতন মহল জানান, আমরা আশা করছি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এর হাত ধরেই চৌদ্দগ্রাম পৌরসভা নতুন রেকর্ড গড়বে। তার হাতের ছোঁয়ায় বদলে যাবে পৌরসভার আমূল চিত্র। তাকে পেয়ে আমরা গর্বিত।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো: আলা উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ তোফায়েল, উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা সালাহ উদ্দিন, পৌর উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান পাটোয়ারী, পৌর হিসাব রক্ষক মো: হারুন অর রশিদ সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

error: Content is protected !!

চৌদ্দগ্রাম পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে ৭৬ কোটি টাকার বাজেট ঘোষনা

তারিখ : ১০:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের ৭৬ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকেলে পৌর সম্মেলন কক্ষে নতুন এই বাজেট ঘোষণা করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: জামাল হোসেন। নবঘোষিত বাজেটটি গত বছরের বাজেটের চেয়েও ৭ কোটি টাকা বেশী। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ছিলো প্রায় ৬৮ কোটি ৫২ লাখ ১২ হাজার ছয়শত ছিয়ানব্বই টাকা। ঘোষিত এ বাজেটে নতুন করে কোনো করারোপ করা হয়নি।

পৌর প্রশাসক মো: জামাল হোসেন বাজেট ঘোষনাকালে বলেন, এই বারের বাজেট ৭৬ কোটি ৭৯ লাখ ৫৮ হাজার ৯ শত ৬৫ টাকা। বাজেটে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৬৭ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা। এবারের বাজেটে রাজস্ব থেকে আয় ধরা হয়েছে ৯ কোটি ৪৪ লাখ ৭৮ হাজার ১০ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ৬৭ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ৯ শত ৫৫ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৫০ লাখ টাকা। বাস্তবধর্মী ও জনকল্যাণমুখী এ বাজেট পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত হলে পৌরবাসী বেশ উপকৃত হবে বলে জানান তিনি।

ঘোষিত বাজেট বিশ্লেষন করে জানা গেছে, সুদূরপ্রসারী একটি পরিকল্পনা নিয়ে এবারের বাজেটটি ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে ১০ কোটি টাকা ব্যয়ে ৭টি পৌরসভা বিশেষ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২০৩০ সাল পর্যন্ত পর্যায়ক্রমে প্রায় ২৫ কোটি টাকার বহুমুখী প্রকল্প, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প খাতে ৩ কোটি টাকা, কুয়েত সাহায্যপুষ্ট ৫১ পৌরসভা প্রকল্প খাতে ৫ কোটি টাকা, কোভিড-১৯ প্রকল্পের মাধ্যমে ১০ কোটি টাকা, বাজেট উন্নয়ন ও প্রকল্প খাত হতে রাস্তা, ড্রেন , ব্রীজ, কালভার্ট নির্মাণ ও মেরামত খাতে ৪৯ কোটি টাকা ৫০ লাখ টাকা, ড্রাম্পিং স্টেশন নির্মাণ ও জমি অধিগ্রহণ খাতে ৪ কোটি টাকা, পৌর পার্ক নির্মাণ খাতে ১ কোটি টাকা, পৌর স্কুল স্থাপন ও জমি অধিগ্রহণ খাতে ১ কোটি টাকা, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি খাতে ৭৪ লাখ ৫০ হাজার টাকা, স্বাস্থ্য ও প্রয়ঃপ্রণালী খাতে ১ কোটি ২৫ লাখ টাকা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে ২ কোটি ৯০ লাখ টাকা, ময়লা, আবর্জনা, নর্দমা, ড্রেন, খাল পরিস্কার-পরিচ্ছন্নতা খাতে ৪০ লাখ টাকা, মশক নিধন কার্যক্রমে ৯ লাখ টাকা সহ বেওয়ারিশ লাশ দাফন খাতে ১ লাখ টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে। ঘোষিত বাজেট নিয়ে পৌরবাসী স্বপ্ন বুনছে এবার। বিগত দিনের বাজেটগুলোর উল্লেখযোগ্য প্রকল্পই বাস্তবায়ন করা সম্ভব হতনা বিভিন্ন প্রতিক‚লতার কারণে। এবার সময় বদলেছে। পৌরবাসীর প্রাণের দাবিগুলো হয়তো এবার পূরণ হবে। পৌর প্রশাসকের বিভিন্ন পরিকল্পিত কর্মকান্ডের প্রশংসা করে সচেতন মহল জানান, আমরা আশা করছি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এর হাত ধরেই চৌদ্দগ্রাম পৌরসভা নতুন রেকর্ড গড়বে। তার হাতের ছোঁয়ায় বদলে যাবে পৌরসভার আমূল চিত্র। তাকে পেয়ে আমরা গর্বিত।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো: আলা উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ তোফায়েল, উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা সালাহ উদ্দিন, পৌর উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান পাটোয়ারী, পৌর হিসাব রক্ষক মো: হারুন অর রশিদ সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।