ছাত্র আন্দোলনে হামলার দায়ে কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা চারটি মামলার একটিতে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে কুমিল্লা নগরীর কোটবাড়ী রোডের চাঙ্গনী এলাকা থেকে তাকে আটক করা হয়।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আবু হানিফ স্বেচ্ছাসেবক লীগের কুমিল্লা মহানগর শাখার ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি। তিনি নগরীর কোটবাড়ী এলাকার রামপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে।

পুলিশ জানায়, চলতি বছর অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কোটবাড়ী বিশ্বরোড এলাকায় হামলার নেতৃত্ব দেন আবু হানিফ। মামলার অন্যতম আসামি হয়েও তিনি এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীলিপ কুমার মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি মোহাম্মদ সেলিম বলেন, “গ্রেপ্তার আবু হানিফের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় ৩টি এবং কোতোয়ালি মডেল থানায় ১টি, মোট চারটি মামলা রয়েছে। তাকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ দুপুরে আদালতে সোপর্দ করা হয়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page