০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল–জরিমানা, আসছে নতুন অধ্যাদেশ কুমিল্লায় কন্যার মুখে কুরআন শুনে অনুপ্রাণিত, স্বপরিবারে ইসলাম গ্রহণ শ্যামল-সোনালীর কুমিল্লায় উল্টো পথে আসা অটোর সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, চালক নিহত কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২১ সদস্য গ্রেফতার, হাতুড়ি-ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আলোর দিশারী’র পক্ষ থেকে দাউদকান্দির নবাগত ইউএনও কে ফুল দিয়ে বরণ দাউদকান্দিতে অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে গ্রামবাসী কুমিল্লায় রাতের আধারে কীটনাশক ছিটিয়ে কৃষকের ৬০ শতক জমির সবজি নষ্ট বুড়িচংয়ে নিম্ন আয়ের নারীদের মাঝে ভিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কুমিল্লায় দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার নানা আয়োজনে আবৃত্তি সংসদ কুমিল্লার ৩৩ বর্ষপূর্তি উদযাপন

ছিনতাইয়ের কবলে কুবির তিন শিক্ষার্থী

  • তারিখ : ১১:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
  • 5

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিন শিক্ষার্থী ছিনতাইয়ের কবলে পড়েছেন৷ শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে ক্যাম্পাস সংলগ্ন সালমানপুরের ইসমাইল খান মঞ্জিলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শী ও সিসি ফুটেজ সূত্রে জানা যায়, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী তার দুই বান্ধবি কে নিয়ে মেস থেকে বের হয়। এসময় হাজী ভিলার দিক থেকে দ্রুত ছুটে আসা বাইকে থাকা দুইজন ছিনতাইকারীরা এক শিক্ষার্থীর হাতে থাকা মোবাইল টান দিয়ে নিয়ে যায়।

ভোক্তভোগী শিক্ষার্থী বলেন, আমরা তিনজন সকালে ক্যাম্পাসে যাওয়ার জন্য বের হই। আমরা বুঝে উঠার আগেই সামনের দিক থেকে দ্রুত গতিতে একটি মোটর বাইক এসে আমার হাতে থাকা মোবাইল নিয়ে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, এবিষয়ে প্রক্টর স্যার ও কোটবাড়ি পুলিশ ফাড়িঁতে জানানো হয়েছে। দুইজন পুলিশ এসে পর্যবেক্ষণ করে গেছেন। আমরা এখন সদর দক্ষিণ থানায় জিডি করব।

কুমিল্লা সদর দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। জিডি করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ছিনতাইয়ের বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। কোটবাড়ি পুলিশ ফাড়িঁর সাথে কথা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। আশা করছি পুলিশ প্রশাসন সহযোগিতা করবে।

error: Content is protected !!

ছিনতাইয়ের কবলে কুবির তিন শিক্ষার্থী

তারিখ : ১১:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিন শিক্ষার্থী ছিনতাইয়ের কবলে পড়েছেন৷ শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে ক্যাম্পাস সংলগ্ন সালমানপুরের ইসমাইল খান মঞ্জিলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শী ও সিসি ফুটেজ সূত্রে জানা যায়, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী তার দুই বান্ধবি কে নিয়ে মেস থেকে বের হয়। এসময় হাজী ভিলার দিক থেকে দ্রুত ছুটে আসা বাইকে থাকা দুইজন ছিনতাইকারীরা এক শিক্ষার্থীর হাতে থাকা মোবাইল টান দিয়ে নিয়ে যায়।

ভোক্তভোগী শিক্ষার্থী বলেন, আমরা তিনজন সকালে ক্যাম্পাসে যাওয়ার জন্য বের হই। আমরা বুঝে উঠার আগেই সামনের দিক থেকে দ্রুত গতিতে একটি মোটর বাইক এসে আমার হাতে থাকা মোবাইল নিয়ে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, এবিষয়ে প্রক্টর স্যার ও কোটবাড়ি পুলিশ ফাড়িঁতে জানানো হয়েছে। দুইজন পুলিশ এসে পর্যবেক্ষণ করে গেছেন। আমরা এখন সদর দক্ষিণ থানায় জিডি করব।

কুমিল্লা সদর দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। জিডি করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ছিনতাইয়ের বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। কোটবাড়ি পুলিশ ফাড়িঁর সাথে কথা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। আশা করছি পুলিশ প্রশাসন সহযোগিতা করবে।