জাগ্রত অক্সিজেন সেবা’য় রোটারী ক্লাবের অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

স্টাফ রিপোর্টার।।
করোনা আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্য অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছে রোটারী ক্লাব অব কুমিল্লা। মঙ্গলবার সকালে নগরীর তালপুকুর পাড় অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার কার্যালয়ে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন রোটারী ক্লাব অব কুমিল্লার নব নিযুক্ত সেক্রেটারী ডা: মুর্শিফ মরিয়ম রকসি।

জাগ্রত মানবিকতার পক্ষে অক্সিজেন সিলিন্ডারগুলো গ্রহণ করেন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনা।

করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডারগুলো স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার মাধ্যমে বিতরণ করা হবে।

অক্সিজেন সিলিন্ডার বিতরণ শেষে রোটারী ক্লাব কুমিল্লার নবনিযুক্ত সেক্রেটারি ডা: মুর্শিফ মরিয়ম রকসি জানান, রোটারী মানুষের, রোটারী দেশের জন্য। দেশে এখন অতিমারি করোনা সংক্রমণ বেড়েছে। চারদিকে অক্সিজেনের জন্য মানুষের হাহাকার চলছে। এমন অবস্থায় ক্লাব প্রেসিডেন্ট এড.ইউনুছ ভূঁইয়ার সামনে বিষয়টি উপস্থান করলে তিনি সাথে সাথে আগ্রহ প্রকাশ করেন। পরে ক্লাব সদস্যরা মিলে ১০ টি অক্সিজেন সিলিন্ডার কিনে তা করোনা আক্রান্ত রোগীদের মধ্যে বিতরণের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা সংগঠনে হস্তান্তর করা হয়েছে।

অক্সিজেন সিলিন্ডার গ্রহণ শেষে জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনা বলেন, রোটারী ক্লাবের উদ্যোগে এবং আগ্রহী সদস্যদের সহযোগিতায় রোটারী ক্লাব কুমিল্লার পক্ষ থেকে ১০ টা অক্সিজেন সিলিন্ডার জাগ্রত মানবিকতার অক্সিজেন সার্ভিস “ জাগ্রত অক্সিজেন সেবা”কে দেয়া হয়েছে । এমন মহতি উদ্যােগের জন্য রোটারী ক্লাব অব কুমিল্লাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তাহসিন বাহার সূচনা আরো বলেন, আমি নিজেও রোটারী ক্লাব অব কুমিল্লার একজন সদস্য। গত বছর করোনার শুরুতে জাগ্রত অক্সিজেন ব্যাংক ২২ টা অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ শুরু করে। এখন ৮৪ টা অক্সিজেন সিলিন্ডার রয়েছে। রোটারী ক্লাবের ১০ টাসহ ৯৪ টা অক্সিজেন সিলিন্ডার করোনা আক্রান্ত রোগীদের কাজে ব্যবহার করা হচ্ছে।

জাগ্রত অক্সিজেন সেবা থেকে করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সেবার ধারাবাহিকতা অব্যহত থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page