জাতীয় কবি নজরুলের প্রয়াণ দিবসে কবির স্মৃতিধন্য শহর কুমিল্লায় নানা আয়োজনে স্মরণ

নেকবর হোসেন।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম প্রয়াণ দিবসে কবির স্মৃতিধন্য শহর কুমিল্লায় আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানমালার।

সকালে শিল্পকলা একাডেমিতে জাতীয় কবির ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমী, নজরুল পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কবি যেখানে আটক ছিলেন সেই কোতয়ালী থানায় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান।

নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে শিশু-কিশোরদের জন্য সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রায় দুই শতাধিক শিশু কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কৈশোর ও তারুণ্যের স্মৃতিবহ শহর কুমিল্লা। কুমিল্লায় নজরুলের প্রেম-প্রণয় এবং বিরহের স্মৃতি জড়িয়ে আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কবি এই শহরে আটক হয়েছিলেন এবং পরবর্তীতে আবারও গ্রেফতার হয়ে কারাবরণও করেছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page