নেকবর হোসেন।।
‘টেন আউটস্ট্যান্ডিং ইয়ং পার্সন্স (টিওওয়াইপি) অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করেছে আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ।
এবারের আয়োজনে পার্সোনাল একম্পিলশমেন্ট ক্যাটাগরিতে এ সম্মাননা পেয়েছেন ‘জাগ্রত মানবিকতা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা।
শুক্রবার রাতে কক্সবাজারের সী পার্ল বিচ রিসোর্টে দুই দিনব্যাপী অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও জেসিআই বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, ‘তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ২০৪১ সালে বাংলাদেশ পরিণত হবে উন্নত দেশে। সে লক্ষ্যে জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
জেসিআই বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ বলেন, ‘টিওওয়াইপি একটি বৈশ্বিক পুরস্কার। প্রতি বছর পৃথিবীর একশর বেশি দেশে এ পুরস্কার দেওয়া হয়। নানা ক্ষেত্রে অবদানের মধ্যদিয়ে দেশের এগিয়ে যাওয়ায় ভূমিকা রাখা তরুণদের এ স্বীকৃতি দিয়ে থাকি। সংস্থাটি দেশের ২০৪১ সালের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।’
জেসিআই ১৮-৪০ বছর বয়সী তরুণদের নিয়ে গঠিত বিশ্বব্যাপী একটি সংগঠন। যা তরুণ নেতৃত্ব বিকাশে সক্রিয় অবদান রাখে। বর্তমানে ১০৫টিরও বেশি দেশে এ সংগঠনের প্রায় ২ লাখ সক্রিয় সদস্য আছে।
জেসিআই বাংলাদেশ প্রতিবছর সমাজে তরুণ-তরুণীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেয়। সমাজ উন্নয়নে ভূমিকা রাখায় প্রতিবছর ১০ তরুণকে এ পুরস্কার দেওয়া হয়।
আরো দেখুন:You cannot copy content of this page