মাহফুজ নান্টু, কুমিল্লা।
বঙ্গোপসাগরের পানিতে হেসে খেলে একটা দিন পার করলো অর্ধশত মাদ্রাসা শিক্ষার্থী। তাদের আনন্দ উচ্ছাস ছড়িয়ে পড়েছিলো তীরজুড়ে। শুধু খেলাধুলা ঘুরাঘুরিই নয়, মজাদার সব খাবার খাওয়ানো হয় ওই শিশু শিক্ষার্থীদের । ভ্রমন শেষে উপহারও তুলে দেয়া হয় প্রত্যেকের হাতে।
মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এমন মহতি আয়োজন করেছে ট্রাভেল গ্রুপ অব কুমিল্লা।
গেলো ২৮ এপ্রিল শিক্ষার্থীরা ট্রাভেল গ্রুপ অব কুমিল্লার আয়োজনে কক্সবাজারের উদ্দেশ্য রওনা করে। ২৯ এপ্রিল সারাদিন কক্সবাজার থেকে পরদিন কুমিল্লায় আসে।
কক্সবাজার ভ্রমনে খুব আনন্দ পেয়েছে উল্লেখ করে হেফজ বিভাগের শিক্ষার্থী মিরাজ হোসেন বলেন, খুব মজা করেছি। আল্লাহর সৃষ্টি কত সুন্দর তা দেখেছি।
হেফজ বিভাগের আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ রেজা বলেন, কক্সবাজারে আমরা আনন্দ করেছি। সেখানেও আমরা কোরান খতম করেছি। আমাদেরকে যারা বিনামূল্যে কক্সবাজার ভ্রমন করিয়েছে তাদের জন্য দোয়া করেছি।
নাজেরা বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান সিফাত বলেন, আমাদেরকে মাদ্রাসা থেকে বাসে তুলে কক্সবাজার ঘুরিয়ে আবারো মাদ্রাসায় নামিয়ে দিয়ে যায়। ভ্রমন শেষে আমাদের হাতে উপহার তুলে দেয়া হয়।
ট্রাভেল গ্রুপ অব কুমিল্লার স্বত্বাধিকারী রবিন আহমেদ জানান, কুমিল্লা ফরজানে মদিনা মাদ্রাসাসহ তিনটি মাদ্রাসার অর্ধশত ছাত্রদের আমরা কক্সবাজারে নিয়ে যাই। যাদের আমরা কক্সবাজার নিয়ে গেছি তাদের ঘুরার ইচ্ছা আছে কিন্তু সময় পরিস্থিতিতে হয়তো তাদের যাওয়ার সামর্থ্য নেই। আমাদের গ্রুপের সদস্যদের সহযোগিতায় আমরা বিনামূল্যে অর্ধশত মাদ্রাসা শিক্ষার্থীকে কক্সবাজারের মত জায়গায় সুন্দর একটা দিন উপহার দিয়েছি। এই আয়োজন সুন্দরভাবে শেষ করতে পেরে খুব ভালো লাগছে।
আরো দেখুন:You cannot copy content of this page